শিলিগুড়ি, 26 জুন : মেক-আপ স্টুডিয়ো ও স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে দেহব্যবসা, কলসেন্টারের নামে প্রতারণা ও মধুচক্র চালানোর অভিযোগ উঠল শিলিগুড়িতে । ওই ভুয়ো মেক-আপ স্টুডিয়োতে অভিযান চালিয়ে 9 জন যুবতী ও 3 যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি থানা ও পানিট্যাঙ্কি টাউন ফাঁড়ির পুলিশ ।
শনিবার শিলিগুড়ির প্রাণকেন্দ্র চার্চ রোডে অভিযান চালিয়ে ওই কলসেন্টারের পর্দাফাঁস করে পুলিশ । অভিযোগ, শহরজুড়ে গত একবছরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে এই ধরনের একাধিক কলসেন্টার । কলসেন্টারের যুবতীদের মিষ্টি গলার ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়েছেন অনেক মানুষ । এমনকী, কলসেন্টারের আড়ালে দেহব্যবসার মতো কারবারও রমরমিয়ে শুরু হয়েছে শহরে ।
আরও পড়ুন :দালাল চক্র রুখতে এবার টিকাকরণে সিসিটিভ, ভিডিয়োগ্রাফি শিলিগুড়িতে
একাধিক পুলিশি অভিযান হলেও রাশ টানা যায়নি ওই ধরনের অপরাধে । কখনও প্লেসমেন্ট সংস্থা, কখনও ম্যাট্রিমনিয়াল সাইট আবার কখনও ট্যুর অপারেটরের অফিসের আড়ালে ওই ধরনের কার্যকলাপ চলছে বলে অভিযোগ । মোটা টাকার প্রলোভন দেখিয়ে যুবতীদের ওই প্রতারণা চক্রে কাজ করানো হচ্ছে ।
এদিন গোপন সূত্রে খবর পেয়ে মেক-আপ স্টুডিয়োটিতে অভিযান চালায় পুলিশ । প্রথমে পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হলেও পরে পুলিশ কড়া পদক্ষেপ করে । প্রাথমিক জেরায় প্রকাশ্যে চলে আসে সবটাই । পুলিশ সূত্রে খবর, কলসেন্টার থেকে ভিন রাজ্যের মানুষকে মিষ্টি কথায় ফাঁদে ফেলে মোটা টাকা তাঁদের অ্যাকাউন্ট থেকে গায়েব করে দেওয়া হত । সমস্ত কারবারটাই চলত অনলাইনে ।
আরও পড়ুন :পুলিশ কর্মীদের জন্য মোবাইল ক্যান্টিন সহ চেঞ্জিংরুমের ব্যবস্থা শিলিগুড়িতে
এদিন ওই কলসেন্টার থেকে উদ্ধার হয় ভিন রাজ্যের মানুষের মোবাইল নম্বরের ডেটা ব্যাংক, 10টি মোবাইল, একাধিক সিম কার্ড । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।