শিলিগুড়ি, 22 জুন : কোরোনায় আক্রান্ত হয়েছিলেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য ৷ এরপরই তিন দিনের জন্য বন্ধ করে দেওয়া হয় শিলিগুড়ি পৌরনিগম ৷ রবিবার ছুটির পর তা আবার খুলে গেল ৷ অশোক ভট্টাচার্য ছাড়াও বোর্ড সদস্য মুকুল সেনগুপ্ত সহ আরও তিন কর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷
পৌরনিগম খুললেও কোরোনা সংক্রমণের জেরে বহু কর্মীই অফিসমুখো হননি । বেশিরভাগ দপ্তরগুলিই ছিল ফাঁকা । হাতেগোনা কয়েকজন কর্মী দপ্তরে গেছেন । কর্মীদের একাংশ বলেন, ভয়ে অনেকেই দপ্তরে আসেননি । কয়েকটি ক্ষেত্রে আক্রান্তদের সংস্পর্শে আসায় অনেকে কোয়ারানটিনে আছেন । এই পরিস্থিতিতে তড়িঘড়ি পৌরনিগম না খুললেই ভালো হত ।