শিলিগুড়ি, 26 অগস্ট: সিপিআইএমের শিলিগুড়ি পৌরনিগম অভিযানকে (Siliguri Municipality Corporation Siege Campaign) কেন্দ্র করে ধুন্ধুমার ৷ ন্যূনতম নাগরিক পরিষেবা, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের দূর্নীতি, উন্নয়নের নামে বর্তমান পৌর বোর্ডের মিথ্যা প্রতিশ্রুতি ও অনুন্নয়ন-সহ একাধিক অভিযোগে শিলিগুড়ি পৌরনিগম ঘেরাও অভিযান করে দার্জিলিং জেলা সিপিআইএম ৷ আর সেই অভিযানকে ঘিরে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি পৌরনিগম চত্ত্বরে ৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে সিপিএম কর্মী-সমর্থকরা ৷ যে ঘটনায় সিপিআইএমকে একহাত নেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব ৷
এ দিনের অভিযানে পুলিশের ব্যারিকেড ভেঙে পৌরনিগমের ভিতরে ঢোকার চেষ্টা করে দার্জিলিং সিপিআইএম এর নেতা কর্মীরা ৷ শুধু চেষ্টাই নয়, অভিযোগ পৌরনিগমের মূল গেট ভেঙে ভিতরে ঢুকে পরে তাদের কর্মী সমর্থকরা ৷ এর পরেই পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তিতে জড়িয়ে পরে বামেরা ৷ পরে বিশাল পুলিশ বাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পৌরনিগমের গেট ভেঙে ভিতরে প্রবেশের ঘটনার নিন্দা করেছেন মেয়র গৌতম দেব ৷
এ দিন সকালে শিলিগুড়ির মহাত্মা গান্ধী চক থেকে মিছিল শুরু করে সিপিআইএম ৷ হিলকার্ট রোড হয়ে হাসমি চক ধরে মিছিল পৌরনিগমের প্রশাসনিক ভবনে পৌঁছয় (Siege Campaign of CPIM in Siliguri) ৷ তবে, সিপিআইএমের কর্মসূচির জন্য এ দিন শিলিগুড়ি পৌরনিগম এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল ৷ পৌরনিগমের বাইরে ব্যারিকেডও করে দেয় পুলিশ ৷ সিপিআইএমের মিছিল পৌরনিগমে পৌঁছতেই, তাদের কর্মী সমর্থকরা প্রথমে ব্যারিকেড উপড়ে ফেলে দেয় ৷ প্রথমটায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয় ৷ এর পর সিপিআইএমের কর্মী সমর্থকরা পৌরনিগমের মূল গেট ভেঙে প্রশাসনিক ভবনে ঢুকে পড়ে ৷ সেখানেই পুলিশ বাধা দেয় এবং দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় ৷