শিলিগুড়ি, 29 জুন : 70 বছরের বেশি সময় ধরে ডাম্পিং গ্রাউন্ডে জমা হয়েছে জঞ্জাল ৷ সেই জঞ্জালের পাহাড়কে ছয় মাসের মধ্যে পরিষ্কার করার কথা ঘোষণা করল শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ড । শিলিগুড়ি শহরের নানা সমস্যার মধ্যে প্রধান সমস্যা হল ডাম্পিং গ্রাউন্ডে জমে থাকা জঞ্জাল ৷ শিলিগুড়ির পাশাপাশি দার্জিলিং, কালিম্পং-সহ জলপাইগুড়ি জেলার একাংশের প্রতিদিনকার জঞ্জাল জমা হয় ওই ডাম্পিং গ্রাউন্ডে । যা গত সাত দশক ধরে জমতে জমতে পাহাড়ের আকার ধারণ করেছে ।
স্থানীয়দের অভিযোগ, মাঝেমধ্যেই ওই ডাম্পিং গ্রাউন্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ এমনকি আবর্জনার স্তুপ থেকে নির্গত বিষাক্ত গ্যাসে শহরে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে ৷ ফলে বায়ুদূষণের সৃষ্টি করছে । তাই এবার পৌরনিগমের নির্বাচনের আগে ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা সমাধান করাই এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে প্রশাসক বোর্ডের । মঙ্গলবার রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় ডাম্পিং গ্রাউন্ডের জঞ্জাল অপসারণ, জঞ্জাল থেকে সার উৎপাদন ও জঞ্জালকে প্রয়োজন মতো আলাদা করার অত্যাধুনিক যন্ত্রের উদ্বোধন করলেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব । উপস্থিত ছিলেন প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার, অলোক চক্রবর্তী, বিবেক বৈদ্য ।