শিলিগুড়ি, 13 ফেব্রুয়ারি : পুলিশ নিরপেক্ষ নয় ৷ তাই মামলা করলেও তাঁরা ভয় পান না ৷ গতকাল DYFI-এর রাজ্য সম্পাদক ও একাধিক বাম ছাত্র-যুব নেতার বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা প্রসঙ্গে আজ একথা জানালেন শিলিগুড়ির CPI(M) নেতা অশোক ভট্টাচার্য ৷ পুলিশের উপর মানুষের আস্থা উঠে যাচ্ছে বলেও তিনি দাবি করেন ৷
DYFI-এর রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র সহ বাকি বাম ছাত্র ও যুব নেতাদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দায়ের হয়েছে বলে অভিযোগ করলেন অশোক ভট্টাচার্য ৷ তিনি বলেন, ‘‘পুলিশ কমিশনার নিজেই নিরপেক্ষ নন ৷ কয়েকদিন আগেই তিনি রাজনৈতিক সভায় গিয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ভূয়সী প্রশংসা করেন ৷ তিনি কীভাবে নিরপেক্ষতা বজায় রাখবেন? পুলিশ যদি নীতি ভুলে যায়, নিজেদের ভূমিকা ভুলে যায়, তাহলে অন্যদের থেকে কিছু আশা করা যায় না ৷ পুলিশ অন্যায়ভাবে লাঠিচার্জ করেছে ৷ আমরা তাদের ভয় পাই না ৷ পুলিশের ওপর থেকে মানুষের ভরসা উঠে গিয়েছে ৷ কমিশনারের নির্দেশেই গতকাল সব ঘটেছে ৷ ক্ষমতা থাকলে গ্রেপ্তার করে দেখাক পুলিশ ৷ আমরা পুলিশের বিরুদ্ধে পাল্টা মামলা করব ৷ অন্যায় করেছে বলেই পুলিশ গতকাল ক্ষমা চেয়েছে ৷’’