শিলিগুড়ি, 26 জুন : বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হল শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন(Siliguri Mahakuma Parishad Election 2022 )। দীর্ঘ সাত বছর পর শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন হয় রবিবার । রাজনৈতিক দিক থেকে এবারের নির্বাচনের বিশেষ গুরুত্ব ছিল । একদিকে মহকুমা পরিষদ নির্বাচনে বামেদের নিজেদের গড় ধরে রাখার লড়াই ৷ অন্যদিকে, শাসকদল তৃণমূল কংগ্রেসের কাছে মহকুমা পরিষদ দখল করে শেষ পেরেক গাঁথার চ্যালেঞ্জ । আর বিজেপির কাছে এবারের নির্বাচন ছিল সম্মানের লড়াই । সব মিলিয়ে এবারের মহকুমা পরিষদ নির্বাচনে নজর ছিল রাজনৈতিক মহলের ।
মহকুমার চারটি ব্লকের মধ্যে রবিবার সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় ফাঁসিদেওয়া ব্লকে । বাকি খড়িবাড়ি, মাটিগাড়া ও নকশালবাড়ি ব্লকে শান্তিপূর্ণভাবেই ভোট সম্পন্ন হয় । এবারের শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে ভোট পড়েছে 78.30 শতাংশ । যদিও শেষ মহকুমা পরিষদ নির্বাচনের তুলনায় এবার ভোট কম পড়েছে । গত নির্বাচনে ভোট পড়েছিল 82 শতাংশ । যদিও ভোট কম পরার পিছনে আবহাওয়াকেই দায়ী করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।
আরও পড়ুন :SMP Election 2022: নকশালবাড়িতে ছাপ্পা ! 'প্রতিবাদ করে' আক্রান্ত বিজেপি-র পোলিং এজেন্ট
সকালের প্রথম দিকে ঝেঁপে বৃষ্টি এলেও বেলা যত বাড়তে থাকে ততই আবহাওয়া পরিষ্কার হতে শুরু করে । তবে সকাল দশটার মধ্যে 27 শতাংশ ভোট পড়ে ৷ তবুও বৃষ্টি মাথায় করেই গ্রামবাসীকে ভোটের জন্য লাইনে দাঁড়াতে দেখা যায় । আবহাওয়া পরিষ্কার হলে গতি বাড়তে শুরু করে ভোটের । বুথে বুথে মানুষের লাইন বাড়তে থাকে ।
কিন্তু ছন্দপতন হয় ফাঁসিদেওয়া ব্লকে । ভোট শুরুর আগে থেকেই ওই ব্লকের বিভিন্ন বুথে উত্তেজনা ছড়াতে শুরু করে । বিরোধী রাজনৈতিক দল তো বটেই, বিশেষ করে উত্তেজনা হয় বিক্ষুদ্ধ তৃণমূল কংগ্রেসের নির্দল প্রার্থী ও তৃণমূল কংগ্রেসের মধ্যে । সকালে চটহাট প্রাইমারি স্কুল দিয়ে শুরু হয় উত্তেজনা । নির্দল প্রার্থীর পোলিং এজেন্টকে বসতে না দেওয়াকে ঘিরে সংঘর্ষ শুরু হয় । জখম হন তিনজন ।
আরও পড়ুন :Siliguri Election : সংঘর্ষের পর ছাপ্পা ! ফাঁসিদেওয়ায় আগেই পড়ে গেল মহিলার ভোট