শিলিগুড়ি, 22 সেপ্টেম্বর : এবার অ্যাপের মাধ্যমেই জানা যাবে শিলিগুড়ি শহরের পুজোর লোকেশন । এমনকি জিপিএস ম্যাপ দেখেই পৌঁছে যাওয়া যাবে মণ্ডপে । আর শহরে নজিরদারির জন্য উড়বে ড্রোন । শিলিগুড়িতে পুজো কমিটিগুলোকে নিয়ে বৈঠকের পর এমনই উদ্যোগের কথা জানান শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা ।
তিনি বলেন, "ভিড় জায়গায় নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হবে । পর্যটক ও দর্শনার্থীদের সুবিধার্থে পুজোর আগে বিশেষ অ্যাপ চালু করা হবে পুলিশ কমিশনারেটের তরফে ।" এদিকে পুজোতে শহরকে সাজাতে ও নিরঞ্জন ঘাট থেকে পুজোর অনুমতি নিয়ে বিশেষ পদক্ষেপ করছে শিলিগুড়ি পৌরনিগম ।
আরও পড়ুন :North Bengal Medical : শিশুদের রোগ নির্ণয়ে নমুনা পাঠাতে হবে না কলকাতায়, পরীক্ষা হবে উত্তরবঙ্গ মেডিক্যালেই
শিলিগুড়ি পৌর এলাকায় 280 টি পুজো রয়েছে । ঘরোয়া ও অন্যান্য পুজো মিলিয়ে প্রায় তিনশোর বেশি পুজো হয় । এই বছর দুর্গা পুজোতেও করোনার আতঙ্ক রয়েছে । তাই করোনার সংক্রমণ এড়াতে গতবারের মতোই করোনাবিধি মেনেই করতে হবে পুজো । তাই প্রত্যেক পুজো উদ্যোক্তাদের স্বাস্থ্যবিধি কড়াভাবে মানতে বলা হয়েছে বলে পুরনিগমে প্রশাসনিক বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক গৌতম দেব বলেন, "পুজো কমিটিগুলোকে খোলামেলা প্যান্ডেল করতে হবে । গতবারের মতো মাস্ক ও স্যানিটাইজার রাখতে হবে । 22 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে অনলাইন ও অফলাইনে অনুমতি নিতে পারবে পুজো কমিটিগুলো । আর আগামী 15 থেকে 17 অক্টোবর প্রতিমা নিরঞ্জন করা যাবে । এবার লালমোহন মৌলিক ঘাটের ভিড় কমাতে পার্বতী ঘাটকেও নিরঞ্জনের জন্য তৈরি করা হবে । কিন্তু প্রত্যেক পুজো কমিটিকে মণ্ডপে করোনা সচেতনার প্রচার করতে হবে ।"
Siliguri : শিলিগুড়িতে দুর্গাপুজোয় দর্শনার্থীদের জন্য বিশেষ অ্যাপ চালুর উদ্যোগ আরও পড়ুন :TMC Joining : শিলিগুড়িতে ফের বাম গড়ে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন দুই প্রাক্তন বাম কাউন্সিলর
পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, "এবার পুজোয় বিশেষ অ্যাপ নিয়ে আসা হচ্ছে শহরবাসীর জন্য । সেই অ্যাপের মাধ্যমে নানা সুবিধা পাবেন শহরবাসী । অ্যাপের মধ্যে এসওএস নম্বর থাকবে কেউ বিপদে পড়লে ওই নম্বরে ফোন করলেই পুলিশ পৌঁছে যাবে । প্রতিবছরের মতো এবছরও শান্তিতে পুজো শেষ করাই আমাদের লক্ষ্য ।"