পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

‘‘ডিজিটাল আদর’’-এ জামাইষষ্ঠী - অনলাইনে জামাই বরণ

কাল জামাইষষ্ঠী কিন্তু বাধ সেধেছে লকডাউন ৷ তবে ডিজিটাল যুগের ডিজিটাল শ্বশুর-শাশুড়ি জামাই আপ্যায়নের জন্য খুঁজে নিয়েছেন নতুন পদ্ধতি ৷

online jamaisosthi
‘‘ডিজিটাল আদর’’-এ জামাই বরণ

By

Published : May 27, 2020, 9:15 PM IST

শিলিগুড়ি, 27 মে: রাত পোহালেই জামাইষষ্ঠী ৷ তবে এই বছর জামাই আদরের মাঝে ভিলেন হয়ে দাঁড়িয়েছে কোরোনা ভাইরাস ও লকডাউন ৷ দূরদূরান্তে থাকা জামাই ও মেয়ে ষষ্ঠী করতে বাড়ি আসতে না পারায় মন খারাপ শাশুড়ি-জামাই দুইপক্ষেরই ৷ তবে ডিজিটাল যুগে নানা প্রযুক্তি থাকতে বাধা কোথায়? বিয়ে থেকে শুরু করে ভাইফোঁটা-আজকাল বাড়িতে বসে অনলাইনেই সব রীতি পালনই সম্ভব ৷ তাহলে জামাইষষ্ঠীই বা বাদ থাকবে কেন? লকডাউনে অনলাইনেই জামাই আদরের প্রস্তুতি নিচ্ছেন শাশুড়িরা ৷

শিলিগুড়িতে মহানন্দা পাড়ার বাসিন্দা ডাকসাইটে তৃণমূল নেতা মিলন দত্ত । ‘‘টেকস্যাভি’’ মিলন বাবু ও তাঁর স্ত্রী অর্চনা দত্ত আজ সকালেই সেরে ফেলেছেন জামাইষষ্ঠীর বাজার । ডালি সাজিয়ে জামাই আদর করতে প্রস্তুত তারা ৷ যাতে কোনও বিপত্তি না ঘটে, তার জন্য আজ রেইকিও সেরে রাখলেন দত্ত পরিবার । এত আয়োজন কিন্তু জামাই কই?

মিলন দত্ত ও তার স্ত্রী অর্চনা দেবী জানান, ‘‘গত ডিসেম্বরে মেয়ে রুপসার সঙ্গে বিয়ে হয়েছে গুয়াহাটির বাসিন্দা প্রসেনজিৎ নাহার । চেন্নাইয়ের একটি আইটি কম্পানিতে কাজ করেন জামাই । এই বছরই মেয়ে-জামাইয়ের প্রথম জামাইষষ্ঠী ছিল ৷ বহু পরিকল্পনাও ছিল জামাইষষ্ঠী ঘিরে ৷ কিন্তু কোরোনা ভাইরাস ও লকডাউনে ভেস্তে গিয়েছে সব পরিকল্পনাই ।’’

অনলাইনেই জামাইষষ্ঠীর তোড়জোড় ৷

কিন্তু জামাইয়ের প্রথম ষষ্ঠী তো আর এভাবে মাটি হতে দেওয়া যায় না ৷ তাছাড়া উন্নত প্রযুক্তি থাকতে চিন্তা কীসের? যেমন ভাবা তেমন কাজ । মোবাইলেই শুরু হল জামাইষষ্ঠীর পরিকল্পনা ৷ ইতিমধ্যেই জামাই বরণের সমস্ত প্রস্তুতি সারা হয়ে গিয়েছে । আগামীকাল অনলাইনে জামাই বরণের রিহার্সালও হয়ে গিয়েছে আজ ।

শাশুড়ি অর্চনা দত্ত জানান, ‘‘জামাইকে কাল অনলাইনেই আশীর্বাদ করব । শুধু সামনে বসিয়ে আদর করে পেটপুরে খাওয়াতেই পারব না । তবে পঞ্চপদ রান্না হবে শিলিগুড়ি ও চেন্নাইতে । এখানে অনলাইনে জামাইকে দেখাব সমস্ত আয়োজন । আর চেন্নাইতে স্বামীকে মায়ের হয়ে জামাই আদরে বিভিন্ন পদ রেঁধে খাওয়াবে মেয়ে রূপসা ।’’

জামাই ষষ্ঠীতে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে যেতে না পেরে মন খারাপ শিলিগুড়ির প্রিয়াঙ্কা চক্রবর্তী ও জামাই সুজয় চক্রবর্তীর । জামাই নিজে কিছু না বললেও প্রিয়াঙ্কা জানান, ‘‘এ বার আর যাওয়া হল না । গত কয়েক বছরে খুব হইচই হয়েছিল বাপের বাড়িতে । এবার শ্বশুরবাড়িতেই কাটবে জামাইষষ্ঠী । আগামী বছর যেভাবেই হোক জামাইষষ্ঠীতে যাবই বাপের বাড়ি ।’’

প্রিয়াঙ্কার মতো অনেকেই জামাইষষ্ঠীতে বাড়ি যেতে না পেরে মন খারাপ করছেন, সেখানে ডিজিটাল মাধ্যমেই জামাই আদরের নতুন পথ দেখাচ্ছেন দত্ত দম্পতি ৷ একেই হয়তো বলে ‘‘ডিজিটাল যুগের ডিজিটাল আদর’’ ৷

ABOUT THE AUTHOR

...view details