শিলিগুড়ি, 4 অগস্ট : অনলাইন জুয়ার বিরুদ্ধে শিলিগুড়িতে পুলিশি অভিযান ৷ ওয়ান ডিজিট নামে একটি বেআইনি অনলাইন জুয়ার চক্রকে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পাকড়াও করে শিলিগুড়ি কমিশনারেট (Siliguri Commissionerate)-র গোয়েন্দা বিভাগ এবং স্পেশাল অপারেশন গ্রুপ ৷ মোট 5টি জায়গায় অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযানে কয়েক লাখ টাকা এবং একাধিক কম্পিউটার ও জুয়ার অন্যান্য সরঞ্জাম উদ্ধার হয়েছে ৷
লকডাউনের সময় শিলিগুড়ি শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল অনলাইন জুয়ার ঠেক ৷ ওয়ান ডিজিট নামে ওই বেআইনি জুয়ার ওয়েবসাইট থেকে মানুষকে লুটতে শুরু করেছিল চক্রের সঙ্গে জড়িতরা ৷ একাধিক অভিযোগও জমা পড়েছিল পুলিশের কাছে ৷ দীর্ঘদিন ধরে এই চক্রের কার্যকলাপের উপর নজরদারি চালানোর পর মঙ্গলবার রাতে শিলিগুড়ি কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং স্পেশাল অপারেশন গ্রুপ শহরের পাঁচটি জায়গায় অভিযান চালায় ৷ যে অভিযান মোট 5 জনকে গ্রেফতার করে পুলিশ ৷