পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Balasan Bridge ফের 4 দিনের জন্য বন্ধ থাকবে বালাসন সেতু - ফের 4 দিনের জন্য বন্ধ থাকবে বালাসন সেতু

ফের চারদিনের জন্য বন্ধ থাকবে 10 নম্বর জাতীয় সড়কের উপর থাকা বালাসন সেতু (Balasan Bridge) । ফলে হয়রানি বাড়তে পারে পর্যটক থেকে সাধারণ মানুষের ।

Siliguri Balasan Bridge to be closed for 4 days
Balasan Bridge

By

Published : Aug 17, 2022, 8:36 AM IST

শিলিগুড়ি, 16 অগস্ট: ফের চারদিনের জন্য বন্ধ থাকবে 10 নম্বর জাতীয় সড়কের উপর থাকা বালাসন সেতু (Balasan Bridge) । পর্যটকদের শহরে প্রবেশ করতে ঘুরতে হবে কয়েক কিলোমিটার পথ । প্রায় 10 কিলোমিটার ঘুরে শহরে প্রবেশ করতে হবে সাধারণ মানুষদের ।

বারবার সেতু বন্ধ রাখায় শহরের মানুষকে ফের হয়রানির শিকার হতে হবে । বাগডোগরার সঙ্গে শিলিগুড়ি যোগাযোগের অন্যতম মাধ্যম বালাসন সেতু। বাগডোগরা বিমানবন্দর হয়ে শহরে প্রবেশের জন্য শিলিগুড়ির বালাসন সেতু পেরিয়েই শহরে ঢুকতে হয় ।

প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে লাগাতার বৃষ্টির কারণে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার এলাকার বালাসন সেতুর একটি পিলার কিছুটা অংশ বসে যাওয়ায় সেতু ক্ষতিগ্রস্ত হয় । সেই সময়ই বালাসন সেতুর উপর বেইলি ব্রিজ তৈরি করে আপাতত হালকা এবং ছোট গাড়ি চলাচল করছে । তবে ওই সেতুর ছয় নম্বর পিলারটির পাশে দুটি পিলার তৈরি করা হয়েছে ৷ এই পিলার দুটি দিয়ে ওই সেতুর ধসে যাওয়া অংশটিকে মেরামত করা হয়েছে । ফলে এই মুহূর্তে বালাসন সেতুর উপরে থাকা বেইলি ব্রিজকে খুলে নেবে পূর্ত দফতর । সেজন্য আগামী 19 অগস্ট থেকে 22 অগস্ট বালাসন সেতু দিয়ে সমস্ত যানচলাচল বন্ধ থাকবে Siliguri Balasan Bridge to be closed for 4 days )।

ফের 4 দিনের জন্য বন্ধ থাকবে বালাসন সেতু

আরও পড়ুন:অগ্নিকাণ্ডে ভস্মীভূত মাটিগাড়ার রংয়ের গুদাম

অন্যদিকে সেতু বন্ধ থাকায় বাগডোগরাগামী সমস্ত গাড়ি নৌকাঘাটের তৃতীয় মহানন্দা সেতু হয়ে কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হবে । শুধু তাই নয়, মাটিগাড়ার পালপাড়া এলাকার বাসিন্দাদেরও শহরে প্রবেশ করতে হলে অনেকটা পথ ঘুরে প্রবেশ করতে হবে । তবে সংস্কারের পর বেইলি ব্রিজ সরিয়ে নিয়ে সেতু দিয়ে ফের যান চলাচল চালু করা হলেও, ওই সেতু দিয়ে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করাই থাকবে । শুধু মাত্র দুচাকা ও ছোট চারচাকা গাড়ি বা হাল্কা যান চলাচল করতে দেওয়া হবে বলে জানা গিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details