শিলিগুড়ি, 1 এপ্রিল : রামপুরহাট-কাণ্ডের পর রাজ্যে বোমা ও আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ যার পরেই গত 5 দিনে শিলিগুড়িতে পুলিশি অভিযানে 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে (Fire Arms Recovered in Siliguri) ৷ এই ঘটনায় 17 জনকে গ্রেফতার করা হয়েছে (Seventeen Arrest With Fire Arms in Siliguri) ৷ এমনকি গত শুক্রবার থেকে রাজ্য পুলিশের সব ছুটি বাতিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সব জেলার পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন টানা অভিযান চালিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করতে ৷ আর মুখ্যমন্ত্রীর নির্দেশ পেতেই নড়েচড়ে বসেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ৷
শুধু আগ্নেয়াস্ত্র উদ্ধার নয় ৷ পুরনো আসামী ও দুষ্কৃতীদের উপর বিশেষ নজর রাখা হচ্ছে পুলিশের তরফে ৷ এই কাজের জন্য প্রত্যেক থানার পাশাপাশি, কাজে লাগানো হয়েছে স্পেশাল অপারেশন গ্রুপ, গোয়েন্দা বিভাগকে ৷ সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ভালবাসার মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ ৷ সেই অভিযানে দেবাশিস দাস নামে এক যুবককে আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ-সহ গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ৷ সন্দেহজনকভাবে ঘুরতে দেখে প্রথমে দেবাশিস দাসকে আটক করে নিউ পুলিশ। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল এবং এক রাউন্ড কার্তুজ ৷
আরও পড়ুন : Bombs recovered in Nadia : ফের বোমা উদ্ধার নদিয়া