পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শিলিগুড়িতে পরিত্যক্ত জমিতে পড়ে আধার, প্যান ও ব্যাঙ্কের পাস বই

শিলিগুড়িতে পরিত্যক্ত জমি থেকে উদ্ধার হল খামবন্দি বহু আধার কার্ড, প্যান কার্ড ও ব্যাঙ্কের পাস বই ৷ শিলিগুড়ির ডাবগ্রামের কানকাটা মোড়ের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা ৷ অভিযোগ স্থানীয় বাসিন্দারা সেখান থেকে নিজেদের আধার কার্ডও পেয়েছেন ৷

By

Published : Aug 3, 2021, 3:44 PM IST

Sealed Aadhaar Card, PAN Card and Bank Pass Books recovered from abandoned land in Siliguri
শিলিগুড়িতে পরিত্যক্ত জমি থেকে উদ্ধার অসংখ্য খামবন্দি আধার, প্যান ও ব্যাঙ্কের পাস বই

শিলিগুড়ি, 3 অগস্ট : পরিত্যক্ত জমিতে ছড়িয়ে রয়েছে আধার কার্ড (Aadhaar card), প্যান কার্ড (Pan Card) ও ব্যাঙ্কের পাস বই ৷ এমনই ছবি উঠে এল শিলিগুড়ি (Siliguri)-র ডাবগ্রাম 2 নম্বর ব্লকের কানকাটা মোড়ে ৷ মঙ্গলবার সকালে কানাকাটা মোড়ের কাছে একটি পরিত্যক্ত জমিতে খামবন্দি আধার কার্ড পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৷ এমনকি সেখানে স্থানীয় বাসিন্দাদের আধার কার্ডও ছিল বলে জানা গিয়েছে ৷ যে খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় ডাবগ্রাম অঞ্চলে ৷ জানা গিয়েছে শহরের বিভিন্ন জায়গা থেকে যাঁরা নোংরা কুড়িয়ে বেড়ান, তাঁরা ওই জমিতে কাগজ শুকোতে দেন ৷ মনে করা হচ্ছে সাধারণ কাগজ ভেবে তাঁরাই আধার কার্ডগুলিকে শুকনো করার জন্য সেখানে ফেলে রেখেছিলেন ৷

তবে, ওই কাগজ কুড়ানিদের কাছে এসব গুরুত্বপূর্ণ নথি কীভাবে গেল, এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ মনে করা হচ্ছে কোনও পোস্ট অফিস থেকে তাঁরা সেগুলি কুড়িয়ে এনে থাকতে পারেন ৷ আর সেটা হলে, পুরো বিষয়টি পোস্ট অফিস কর্তৃপক্ষের বড় গাফিলতি বলে অভিযোগ উঠেছে ৷ বিষয়টি জানাজানি হওয়ার পরেই আশিঘর পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয় ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে আধার কার্ড, প্যান কার্ড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিগুলি উদ্ধার করেছে ৷ পুলিশ নথিগুলি যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে, তা সঠিক ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে বলে জানানো হয়েছে ৷ তবে, তার আগে কীভাবে এমন গুরুত্বপূর্ণ নথি ওই পরিত্যক্ত জমিতে পৌঁছল তা পুলিশ তদন্ত করে দেখছে ৷

শিলিগুড়িতে পরিত্যক্ত জমি থেকে উদ্ধার অসংখ্য খামবন্দি আধার, প্যান ও ব্যাঙ্কের পাস বই

আরও পড়ুন : হুগলিতে আধার সংশোধনের নামে টাকা নেওয়ার অভিযোগ

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেখানে এলাকার বেশ কয়েকজনের খামবন্দি আধার কার্ড পাওয়া গেছে ৷ সুভাষ ঘরাই নামে এক ব্যক্তি বলেন, ‘‘আমরা এখানে এসে দেখি প্রচুর আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ নথি পড়ে রয়েছে । সবগুলিও আসল ৷ স্থানীয় কয়েকজন নিজের আসল আধার কার্ডও পেয়েছেন ।’’ দীপু অধিকারী নামে এক ব্যক্তি জানিয়েছেন, ‘‘এখানে পৌঁছে দেখি আমার মেয়ে ও ছেলের আসল আধার কার্ড এখানে পড়ে আছে ৷ বিষয়টি পুলিশের তদন্ত করে দেখা উচিত ৷’’ গোটা ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে স্থানীয়রা ৷

ABOUT THE AUTHOR

...view details