শিলিগুড়ি, 18 জুন : নন্দীগ্রাম বিধানসভা আসনের পুনর্গণনার মামলা বিচারক কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চে যেন না হয়, এই আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু । এই প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । তাঁর কথায়, দেশের সংবিধান, আইন-আদালতের প্রতি তৃণমূলের আস্থা নেই ৷
শুক্রবার শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়ন্তন বসু বলেন, "বিচার ব্যবস্থার প্রতি ন্যূনতম সম্মান ভাবনা তাদের নেই । সংবিধান এবং আইন আদালতের প্রতি ন্যূনতম আস্থা ও সম্মান যাদের আছে, তারা এধরণের কথা বলতে পারে না । কোনও বিচারপতি কোনওদিনই কোনও রাজনৈতিক দলের ঘনিষ্ঠ হতে পারেন না । তা হয়ে থাকলে প্রমাণ করুক ।"