পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিচ্ছেন SFI সদস্যারা - sanitary napkin

SFI-এর শিলিগুড়ি আঞ্চলিক কমিটির সদস্যারা প্রয়োজন অনুসারে স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিচ্ছেন বাড়ি বাড়ি।

SFI
স্যানিটারি ন্যাপকিন হাতে

By

Published : Apr 5, 2020, 6:02 PM IST


শিলিগুড়ি, 5 এপ্রিলঃ লকডাউনের জেরে আট থেকে আশি সকলেই গৃহবন্দী। কোরোনা সংক্রমণের আশঙ্কা থেকে বাঁচতে গৃহবন্দী হয়ে পড়েছেন অধিকাংশজন। বিশেষ কিছুক্ষেত্রে বাড়ির বাইরে পা রাখার কথা থাকলেও ভয়ে সিঁটিয়ে রয়েছেন অনেকেই। আর তখনই জরুরিকালীন পরিষেবা দানে অন্যান্যদের পাশাপাশি রয়েছে SFI-এর শিলিগুড়ি আঞ্চলিক কমিটির সদস্যারা। অন্যান্য জরুরি পরিষেবা দানের পাশাপাশি প্রয়োজন অনুসারে স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিচ্ছেন বাড়ি বাড়ি।

জরুরিকালীন পরিষেবা দিতে এগিয়ে এসেছে SFI-এর শিলিগুড়ি আঞ্চলিক কমিটির মহিলা সদস্যারা। চালু করা হয়েছে জরুরিকালীন ফোন নম্বর।

বিশেষ নম্বরে ফোন আসতেই স্যানিটারি ন্যাপকিন হাতে ছুটে চলেছেন তাঁরা। পৌঁছে দিচ্ছেন স্যানিটারি ন্যাপকিন। SFI এর নেতৃত্বরা জানান, সকলেই নিজের মতো করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা ভাবছে।

ABOUT THE AUTHOR

...view details