পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সচিবালয় উত্তরকন্যায় জীবাণুমুক্তিকরণে দমকল

কোরোনা সংক্রমণ রোধে রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে জীবাণুমুক্তকরণের কাজ । আজ সকালে দমকল কর্মীরা উত্তরকন্যায় পৌঁছে জীবাণুমুক্তকরণের কাজ শুরু করেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেম্বারসহ একাধিক দপ্তরের অফিস ও ভবনটি জীবাণুমুক্ত করা হয় ।

sanitizing
জীবাণুমুক্তকরণ

By

Published : Apr 24, 2020, 2:09 PM IST

শিলিগুড়ি, 24 এপ্রিল: শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর শাখা সচিবালয় উত্তরকন্যায় জীবাণুমুক্তকরণের অভিযানে নামল দমকল । আজ সকাল থেকেই সেখানে স্যানিটাইজ়িংয়ের কাজ করা হয় ।

কোরোনা সংক্রমণ রোধে রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে জীবাণুমুক্তকরণের কাজ । রাস্তাঘাটের পাশাপাশি সরকারি কার্যালয়গুলিতেও স্যানিটাইজ়িংয়ের কাজ চলছে । শিলিগুড়িতে বিভিন্ন হাসপাতাল, থানাসহ একাধিক দপ্তরে জীবাণুমুক্তকরণের কাজ করা হয়েছে । আজ সকালে দমকল কর্মীরা উত্তরকন্যায় পৌঁছে জীবাণুমুক্তকরণের কাজ শুরু করেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেম্বারসহ একাধিক দপ্তরের অফিস ও ভবনটি জীবাণুমুক্ত করা হয় । রাসায়নিক সহযোগে স্প্রে করে দমকলের একাধিক কর্মী দুপুর পর্যন্ত এই অভিযান চালান ।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "উত্তরকন্যায় জীবাণুমুক্তকরণের কাজ সম্পন্ন হয়েছে । যেসব গাড়ি সেখানে আসছে সেগুলিতে স্প্রে দিয়ে জীবাণুমুক্ত করে তারপর ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে । মন্ত্রীদের চেম্বারসহ উত্তরকন্যার একাধিক অফিসেও এই অভিযান চালানো হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details