পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সামাজিক দূরত্ব মেনে শিলিগুড়িতে খুলতে চলেছে রাজ্যের একমাত্র সাফারি পার্ক - লকডাউন

আনলকের তৃতীয় দিনে এসে শিলিগুড়ির বেঙ্গল সাফারি খুলে দেওয়ার কথা হচ্ছে ৷ যদিও, এখনওপর্যন্ত দিনক্ষণ ঘোষণা করা হয়নি ৷

siliguri
খুলবে রাজ্যের একমাত্র সাফারি পার্ক

By

Published : Jun 3, 2020, 12:41 PM IST

Updated : Jun 3, 2020, 12:52 PM IST

শিলিগুড়ি, 3 জুন: লকডাউনের পর আজ আনলকের তৃতীয় দিন ৷ ধীরে ধীরে জনজীবনকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার চেষ্টা চলচ্ছে ৷ ইতিমধ্যে খুলছে সব দোকানপাট ৷ কথা চলছে 8 জুন থেকে হোটেল -রেস্তরাঁ খোলার ৷ স্বাভাবিকভাবে মুক্তি মিলতে চলছে ঘরবন্দী থাকা থেকে ৷ এরই মধ্যে উত্তরবঙ্গবাসীদের জন্য সুখবর ৷ শিলিগুড়িতে অবস্থিত রাজ্যের একমাত্র বেঙ্গল সাফারি পার্ক খুলে দেওয়া হচ্ছে জনসাধারণের জন্য। তবে , এখনও পর্যন্ত দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যেই বেশ কিছু ট্যাচ ফ্রী স্যানিটাইজার লাগানো হচ্ছে বেঙ্গল সাফারিতে। যদিও খোলা হবে সামাজিক দূরত্ব মেনেই ৷

শিলিগুড়ির বেঙ্গল সাফারির ডিরেক্টর ধর্মদেব রাই জানিয়েছেন," ঠিক কবে পার্ক খোলা হবে তার নির্দেশ আসেনি। তবে আমরা প্রস্তুতি চালাচ্ছি। রক্ষণাবেক্ষণ কাজ প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। গেটে আমরা কিছু ট্যাচ ফ্রি স্যানিটাইজার বসাব। বাধ্যতামূলক থাকবে মাস্কের ব্যবহার। মাস্ক পরে পর্যটকেরা আসতে পারবেন সাফারি পার্কে। লকডাউনে পর্যটকদের আনাগোনা না থাকায় সেখানে থাকা রয়েল বেঙ্গল টাইগার বা হাতি, গন্ডার সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি তিনি দাবি করেন, বন্যপ্রাণীর ভিড় পছন্দ করে না আর এই কদিন পার্ক বন্ধ থাকায় ওরা আরও চনমনে রয়েছে বলেই মনে হচ্ছে।"

সামাজিক দূরত্ব বজায় রেখেই ঘোরা যাবে বেঙ্গল সাফারি পার্কে

লকডাউনে পার্ক বন্ধ থাকায় আর্থিক ভাবে অবশ্য বিপুল ক্ষতি হয়েছে বলে জানাচ্ছেন পার্ক কর্তৃপক্ষ। নিজেদের আর্থিক অবস্থার কথা বলতে গিয়ে ডিরেক্টর ধর্মদেব রাই জানান," গত বছর কয়েক কোটি টাকা টিকিট বিক্রি করে লাভ হয়েছিল পার্কের। সেদিক থেকে গত দুই মাসে বেশ কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। পার্ক খুললে ফের ভিড় জমতে পারে । কিন্তু ঘুরতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখেই ।"

Last Updated : Jun 3, 2020, 12:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details