পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আজ আসছেন রোশন গিরি, কাল মোর্চার সভা কার্শিয়াঙে - siliguri

সাজিয়ে তোলা হচ্ছে জনসভা স্থান। আজ পাহাড়ে ফিরছেন গুরুংপন্থী মোর্চা নেতা রোশন গিরি ।

রোশন গিরি
রোশন গিরি

By

Published : Nov 28, 2020, 3:09 PM IST

শিলিগুড়ি, 28 নভেম্বর : অবশেষে পাহাড়ে ফিরছেন গুরুংপন্থী মোর্চা নেতা রোশন গিরি । বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন তাঁর অনুগামীরা।আগামীকাল কার্শিয়াঙে একটি জনসভায় যোগ দেবেন তিনি। এরপর খুব শীঘ্র পাহাড়ে ফিরতে পারেন তিনি ।

পাহাড়ে রাজনৈতিক অস্থিরতার পর দীর্ঘ অন্তরাল কাটিয়ে BJP-র সঙ্গ ছেড়ে তৃণমূলের হাত ধরার কথা জানিয়ে প্রকাশ্যে আসেন গুরুং-গিরি । তাঁরা জানিয়ে দেন দ্রুত পাহাড়ে ফিরবেন । এদিকে এই পরিস্থিতিতে মৌরুসিপাট্টা হারানোর ভয়ে বেঁকে বসেন বিনয় তামাঙেরা । বিনয় জানান, পাহাড় বিমল গুরুংকে চায় না । এই টানাপোড়েনের মাঝেই গুরুং অনুগামীরা চলতি সপ্তাহে জানিয়ে দেন দ্রুত শিলিগুড়িতে আসবেন বিমল গুরুং । বাঘাযতীন পার্কে সভাও করবেন তিনি ।

সেই দিনক্ষণ এখনও প্রকাশ্যে ঘোষণা না হলেও আজ পাহাড়ে ফিরছেন রোশন গিরি । তাঁর এই আগমন এবং আগামীকাল কার্শিয়াঙে সভাকে সামবে রেখে পাহাড়ের প্রতিক্রিয়া দেখতে চাইছেন গুরুং অনুগামীরা। তারপরেই গুরুঙ এর ফেরা নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। এদিকে রোশন গিরির আগমণকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বা মোর্চার দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল রুখতে পাহাড়ে বাড়তি পুলিশবাহিনী মোতায়েন করা হচ্ছে। আজ বিকেলে বাগডোগরা বিমান বন্দরে এসে পৌঁছবেন রোশন গিরি। সেখান থেকে দলীয় কর্মীদের নিয়ে কার্শিয়াং যাবেন তিনি। মোর্চা সুত্রে জানা গিয়েছে, রোশনকে পাহাড়ে নিয়ে যেতে একাধিক গাড়ির কনভয়ের ব্যবস্থা করা হয়েছে। সাজিয়ে তোলা হচ্ছে জনসভা স্থান। আগামীকাল ওই সভামঞ্চ থেকেই নিজেদের অবস্থানের রাজনৈতিক ব্যাখ্যা দেবেন রোশন গিরি।

ABOUT THE AUTHOR

...view details