পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পাহাড়ে এসেই বিনয়-অনীতকে তীব্র আক্রমণ, মুখ্যমন্ত্রীর প্রশংসা রোশনের - tmc

আজ কার্সিয়ঙে বিমল গুরুং সংগঠনের জনসভা মঞ্চে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিনয় ও অনীত থাপাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন বিমল পন্থী গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি ।

ছবি
ছবি

By

Published : Nov 29, 2020, 7:54 PM IST

শিলিগুড়ি, 29 নভেম্বর : গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে বিনয় তামাং এবং অনীত থাপারা যা দুর্নীতি করেছে তার অবিলম্বে অডিট প্রয়োজন । রবিবার কার্সিয়ঙে বিমল গুরুং সংগঠনের জনসভা মঞ্চে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন বিমল পন্থী গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি ।

তিনি বলেন, গোর্খাল্যান্ডের দাবি থাকবেই । সেই দাবি কোনও দিনই মুছবে না ৷ তবে 2024 লোকসভা নির্বাচনে যে দল তাঁদের দাবি মানবে তাকেই সমর্থন জানাবেন তাঁরা । পাশাপাশি তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চা ও গোটা উত্তরবঙ্গ তৃণমূলকে সমর্থন জানাবে । কারণ মুখ্যমন্ত্রী যা কথা দেন তা পালন করেন ৷ BJP পরপর তিনবার পাহাড়বাসীকে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু বিশ্বাস রাখেননি ।

কী বললেন রোশন গিরি ?

রোশন গিরি আরও জানিয়েছেন, 6 ডিসেম্বর শিলিগুড়ির বাঘাযতীন পার্কে গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষ থেকে এক জনসভার ডাক দেওয়া হয়েছে । সেখানে উপস্থিত থাকবেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং । ওই জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে রোশনের দাবি ৷ তাঁকে বিনয় তামাং এবং অনীত থাপার গোষ্ঠী দ্বন্দ্ব প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, গোটা পাহাড়ের জনসমর্থন বিমল গুরুঙের দিকে রয়েছে । তবে, আগামীদিনে একই মঞ্চে বিমল গুরুং এবং বিনয়কে দেখতে পাওয়া যাবে না ।

ABOUT THE AUTHOR

...view details