শিলিগুড়ি, 24 জুন : করোনার ভ্যাকসিন না পাওয়ায় দিনভর বিক্ষোভ শিলিগুড়ি শহরের একাধিক জায়গায় । ভ্যাকসিনের দালাল চক্রের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে । মহকুমা থেকে পৌর এলাকা ভ্যাকসিন না পেয়ে দিনভর বিক্ষোভ চলল সব জায়গায় । কোথাও পথ অবরোধ করে বিক্ষোভকারীরা । স্বাস্থ্য কেন্দ্রগুলিতেও ঘেরাও করা হয় । বাগডোগরায় এশিয়ান হাইওয়ে অবরোধ করে স্থানীয়রা ৷
বৃহস্পতিবার শিলিগুড়ির জেলা হাসপাতালে করোনার ভ্যাকসিন নিয়ে দালাল চক্রের অভিযোগ উঠেছিল । অভিযোগ ওঠে ভোর থেকে লাইনে দাঁড়িয়েও কুপন পাচ্ছেন না সাধারণ মানুষ ৷ অথচ বেলায় এসে অনেকেই ভ্যাকসিনেশনের জন্য নাম লিখিয়ে কুপন পেয়ে যাচ্ছেন । সাধারণ মানুষের অভিযোগ সবটাই চলছে দালালদের মাধ্যমে । আজ সকাল থেকে শিলিগুড়ি জেলা হাসপাতালে এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে ভ্যাকসিন নিতে আসা মানুষজন ৷