পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জঙ্গলে আচমকা গাড়ির সামনে চলে এল বাইসন, জখম চালক ও পর্যটকরা - tourist

গাড়ির সঙ্গে বাইসনের ধাক্কায় আহত হলেন দুই পর্যটক। গাড়ির চালকও জখম হয়েছেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাইসনটির। ডুয়ার্সের চাপরামারির জঙ্গলের ঘটনা। আহত হয়েছেন মণ্টু মণ্ডল এবং তাঁর স্ত্রী ঝরনা। তাঁরা কলকাতার গড়িয়ার বাসিন্দা।

ঝরনা মণ্ডল

By

Published : Mar 2, 2019, 9:01 PM IST

শিলিগুড়ি, ২ মার্চ : গাড়ির সঙ্গে বাইসনের ধাক্কায় আহত হলেন দুই পর্যটক। গাড়ির চালকও জখম হয়েছেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাইসনটির। ডুয়ার্সের চাপরামারির জঙ্গলের ঘটনা। আহত হয়েছেন মণ্টু মণ্ডল এবং তাঁর স্ত্রী ঝরনা। তাঁরা কলকাতার গড়িয়ার বাসিন্দা।

মণ্টুবাবুরা উত্তরবঙ্গে ঘুরতে গেছিলেন। আজ সকালে তাঁরা কালিম্পঙ এবং লাভা লোলেগাঁও ঘুরতে যান। সেখান থেকে তাঁরা ময়নাগুড়িতে এক আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন। চাপরামারির জঙ্গলে তাঁদের গাড়ির সামনে হঠাৎ একটি বাইসন চলে আসে। গতি দ্রুত থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইসনকে ধাক্কা মারে। ঘটনাস্থানে মৃত্যু হয় বাইসনের। আহত গাড়ির চালক, ঝরনাদেবী ও মণ্টুবাবুকে চিকিৎসার জন্য শিলিগুড়ির এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।

ভিডিয়োয় শুনুন ঝরনা মণ্ডলের বক্তব্য

মণ্টুবাবু এবং তাঁর স্ত্রী বলেন, " কিছুই বুঝে ওঠা যায়নি। আচমকা বাইসনটি গাড়ির সামনে চলে আসে। দুর্ঘটনা ঘটে যায়। প্রাণে বেঁচে গিয়েছি।" হাসপাতাল সূত্রে খবর, ঝরনাদেবীর মাথায় চোট লেগেছে। একাধিক সেলাই করতে হয়েছে। তবে মণ্টুবাবুর আঘাত গুরুতর নয়। তবে দুইজনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details