পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

এখনও খোঁজ মেলেনি পর্যটকদের, পরিবার বলছে গাড়িতে ছিলেন 4 জন - rescue operation'

চলছে তল্লাশি অভিযান । তবে 24 ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি তিস্তায় তলিয়ে যাওয়া নিখোঁজ দুই পর্যটকসহ গাড়ির চালকের । গতকাল তিস্তায় নামে রিভার র‍্যাফটিং টিমের সদস্যরাও । এছাড়া উদ্ধারকারী দল তিস্তার দু'দিকেই তল্লাশি চালায় । আজ ফের তল্লাশি অভিযান চালানো হবে ।

নিখোঁজদের খোঁজে তল্লাশি জারি

By

Published : Jul 12, 2019, 5:36 AM IST

শিলিগুড়ি, 12 জুলাই : 24 ঘণ্টার বেশি পেরিয়ে গেছে । এখনও খোঁজ মেলেনি তিস্তায় তলিয়ে যাওয়া নিখোঁজ দুই পর্যটকসহ তাঁদের গাড়ির চালকের । তল্লাশি অভিযান চলছে । তবে গত কয়েকদিনে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কারণে তিস্তা এখন ফুঁসছে । এই পরিস্থিতিতে প্রশাসন মনে করছে নিখোঁজ তিনজনের বাঁচার সম্ভাবনা ক্ষীণ ।

আরও পড়ুন: তিস্তায় তলিয়ে গেল গাড়ি, নিখোঁজ 3

10 জুলাই শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে সেবকে বাঘপুলের কাছে তিস্তায় তলিয়ে যায় পর্যটকদের গাড়ি । পুলিশ জানিয়েছে, গাড়িতে ছিলেন দুই পর্যটক । তাঁদের নাম আমন গৌড় ও গৌরব শর্মা । তাঁরা রাজস্থানের বাসিন্দা । গাড়ির চালকের নাম রাকেশ রায় । তিনি শিলিগুড়ির বাসিন্দা । দুর্ঘটনার পর উদ্ধারকার্যে নামে NDRF ।

গতকাল শিলিগুড়ি পৌঁছয় নিখোঁজ পর্যটকদের পরিজনরা । তাঁদের দাবি, গাড়িতে দু'জন নয়, ছিলেন তিনজন । তৃতীয় ব্যক্তির নাম গোপাল নারওয়ানি । যদিও পুলিশের এক আধিকারিক জানান, গাড়ির এজেন্সির কাছ থেকে শুধু দু'জন পর্যটকেরই নাম পাওয়া গেছে ।

ABOUT THE AUTHOR

...view details