শিলিগুড়ি, 17 মার্চ : ঠিক যেন দক্ষিণী সিনেমা 'পুষ্পা'-এর নকল । ওই সিনেমায় চন্দন কাঠ পাচার করতে নতুন নতুন ফন্দি এঁটেছিল সিনেমার নায়ক পুষ্পা । সিনেমায় দেখা যায়, কখনও দুধের ট্যাঙ্কারের নীচে গোপন চেম্বার করে, আবার কখনও ট্রাকের পিছনে আলাদা চেম্বার করে কাঠ পাচার চলছে ৷ সিনেমার প্রথমভাগে নায়কের পাচারের টিকিটিও ধরতে পারেনি পুলিশ । এবার একদম সেলুলয়েড পর্দার পরিকল্পনার অনুকরণ করেই বাস্তবে হতে যাচ্ছিল মদ পাচার ৷ তবে তা আটকে দিল পুলিশ ৷ হোলির আগের দিন শিলিগুড়ির এনজেপি-তে আটক হল 15 লক্ষ টাকার মদ (Pushpa Style Liquor Smuggling in Siliguri) ৷
সিনেমার পাচারের ছক দেখে বাস্তবে পাচারের ছক কষেছিল মদ পাচারকারীরা ৷ তবে তা সফল হল না ৷ গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সেই পরিকল্পনা ভেস্তে দিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানার পুলিশ । ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ । উদ্ধার হয়েছে 15 লক্ষ টাকার মদ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শ্রীলতি শর্মা । সে বিহারের ছাপড়া জেলার বাসিন্দা । হোলির ঠিক আগের দিন বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানার পুলিশ ।
পুলিশের চোখে ধুলো দিতে পুষ্পা সিনেমার হুবহু নকল করেছে পাচারকারীরা । একটি 16 চাকার ট্রাকের পিছনের দিকে মদ লুকানোর জন্য বানানো হয়েছিল একটি গোপন চেম্বার । চেম্বারটির ঢোকার রাস্তা পর্যন্ত সুকৌশলে বন্ধ করা ছিল । পুলিশ যাতে ধরতে না পারে সেজন্য ঝাড়খণ্ড নম্বরের ওই ট্রাকটিতে ভর্তি করা হয়েছিল সিমেন্টের ইট দিয়ে । সাজিয়ে গুছিয়ে ট্রাকটিকে অরুণাচল প্রদেশ থেকে বক্সিরহাট হয়ে শিলিগুড়ি নিয়ে আসা হয় ৷ গোপনসূত্রে খবর পেয়ে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির চেকপোস্টে ঘাঁটি গেড়ে বসেছিল এনজেপি থানার পুলিশ । সন্দেহজনক ট্রাকটি দেখতে পেয়েই সেটিকে আটক করা হয় ।
এনজেপিতে আটক হয়েছে 15 লক্ষ টাকার বিদেশি মদ ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদ করলে কথায় অসঙ্গতি পাওয়া যায় ৷ এরপরে চালক-সহ ট্রাকটিকে এনজেপি থানায় নিয়ে আসা হয় । তল্লাশির জন্য বাইরে থেকে শ্রমিক এনে ট্রাক থেকে সব সিমেন্টের ইট নামানো হয় । কিন্তু ইট নামালে দেখা যায় গোটা ট্রাকই ফাঁকা । এরপর এই সন্দেহ জাগে তদন্তকারীদের মধ্যে । আরও নিখুঁতভাবে ট্রাকটির তল্লাশি শুরু করেন তাঁরা । চালকের পিছনের দিকে একটি বড় গোপন চেম্বার উদ্ধার হয় । চেম্বারটি উদ্ধার হলেও সেটি খুলতে বেশ বেগ পেতে হয় পুলিশকর্মীদের । কারণ চেম্বারটিকে বাইরে থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল । এমনকি চেম্বারটি খুললেও ভিতরেও সিমেন্টের ইট দিয়ে ঢেকে রাখা হয়েছিল । শেষমেষ সব সরিয়ে চেম্বারটির ভিতর থেকে উদ্ধার হয় 700 কার্টুন বিদেশি মদ, যার আনুমানিক বাজার মূল্য 15 লক্ষ টাকা । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই বিপুল পরিমাণ মদ বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে শুরু করেছে এনজিপি থানার পুলিশ ।
আরও পড়ুন : Puspa Fire Pichkari On Holi : দোলে পুষ্পা ফায়ার পিচকারি ক্ষতিকর, সতর্ক করলেন শিশু রোগ বিশেষজ্ঞ