পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় না পেয়ে বিক্ষোভ শিলিগুড়িতে - শিলিগুড়ি পৌরনিগম

করোনার ভ্য়াকসিনের দ্বিতীয় ডোজ় না পেয়ে বিক্ষোভ শিলিগুড়ি পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রে ৷ সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর, স্বাস্থ্যকেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়, আজ আর ভ্যাকসিন দেওয়া হবে না ৷ তারপরেই বিক্ষোভ শুরু করেন ভ্যাকসিন নিতে আসা লোকজন ৷

Protests in Siliguri over not getting second dose of corona vaccine
করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় না পেয়ে বিক্ষোভ শিলিগুড়িতে

By

Published : Apr 27, 2021, 3:45 PM IST

শিলিগুড়ি, 27 এপ্রিল : করোনার টিকার দ্বিতীয় ডোজ় না পাওয়ায় বিক্ষোভ শিলিগুড়িতে । মঙ্গলবার সকালে শিলিগুড়ি পৌরনিগমের 23 নম্বর ওয়ার্ডের পৌর স্বাস্থ্যকেন্দ্র মাতৃসদনে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ়ের টিকা না পাওয়ায় বিক্ষোভ দেখান সাধারণ মানুষ । অভিযোগ, এদিন সকালে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ়ের জন্য ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকেন লোকজন ৷ বেশ কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পর আচমকাই স্বাস্থ্যকেন্দ্র থেকে ওইদিনের মতো টিকা দেওয়া হবে না বলে জানানো হয় ৷

এর পরেই ক্ষোভে ফেটে পড়েন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নিতে যাওয়া লোকজন । মাতৃসদনের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার পুলিশ । ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরেও শুরু হয় বিক্ষোভ ৷ অর্ণব বসু নামে এক ব্যক্তি বলেন, ‘‘এর আগেও বাবার টিকার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলাম । সেদিনও জানিয়ে দেওয়া হয়েছিল টিকা দেওয়া হবে না । কিন্তু সেদিন একশো জনকে টিকা দেওয়া হয় । এরপর ভোর থেকে আজ লাইনে দাঁড়িয়েছি । আজও জানিয়ে দেওয়া হয়েছে টিকা দেওয়া হবে না । এভাবে চলতে পারে না ৷’’ আরও এক ব্যক্তি অভিযোগ করেন, ‘‘অপদার্থ কর্তৃপক্ষের কারণে প্রতিদিন টিকা নিতে এসে হেনস্থা হতে হচ্ছে । নিশ্চিত প্রতিশ্রুতি না পেলে আমরা মানব না ।’’

করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় না পেয়ে বিক্ষোভ শিলিগুড়িতে

আরও পড়ুন : রাজ্যে উর্ধ্বমুখী করোনা গ্রাফ, ভ্যাকসিন পেলেন এক কোটিরও বেশি মানুষ

শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক সুরেন্দ্র গুপ্ত সমস্যার কথা মেনে নিয়ে বলেন, ‘‘ভ্য়াকসিন নিয়ে কিছু সমস্যা রয়েছে । চাহিদার তুলনায় যোগান কম রয়েছে । মহকুমা শাসক সহ বিভিন্ন আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, এই ধরনের সমস্যা হলে প্রয়োজনে মানুষকে গিয়ে বোঝাতে ।’’ এর পাশাপাশি তিনি জানিয়েছেন, খুব তাড়াতাড়ি ভ্যাকসিনের ঘাটতির সমাধান হয়ে যাবে ৷

ABOUT THE AUTHOR

...view details