পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Privatization of Toy Train : বেসরকারিকরণের পথে ঐতিহ্যবাহী টয়ট্রেন, প্রতিবাদের উত্তাপ পাহাড়ে - toy train

দার্জিলিং তথা গোটা রাজ্য ও দেশের ঐতিহ্যবাহী টয়ট্রেনের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে সামিল গোটা বাংলা ৷ কেন্দ্রের এই সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদনের পাশাপাশি উঠছে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ৷

Privatization of Toy Train
Privatization of Toy Train

By

Published : Aug 25, 2021, 9:02 PM IST

দার্জিলিং, 25 আগস্ট : দার্জিলিং আর টয়ট্রেন ৷ ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা দুটি জিনিস ৷ যা একে অপরের সমার্থক বললেও খুব একটা ভুল হয় না ৷ দার্জিলিং গেছেন অথচ টয়ট্রেন চাপেননি এমন লোক প্রায় নেই বললেই চলে ৷ পুরোনো দিন থেকে আজ ৷ বারবার বাংলা ও হিন্দি ছবিতে দেখা গিয়েছে টয়ট্রেনের দৃশ্য ৷ বহু দূরদূরান্ত থেকে অনেক পর্যটকই পাহাড়ে আসেন টয়ট্রেনের টানে ৷

পাহাড় থেকে সমতল ৷ ভ্রমণপিপাসু ব্যক্তি তো বটেই, তথা গোটা বাংলার কাছেই টয়ট্রেন এক ঐতিহ্যবাহী জিনিস, এক আবেগ ৷ যা একান্তই বাংলার নিজের ৷ তবে এই টয়ট্রেনকেই এবার বেসরকারিকরণের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ আর স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে গোটা বাংলা ৷

ন্যাশনাল মানিটাইজেশন পাইপলাইন প্রকল্পের অধীনে সড়ক থেকে বন্দর, রেল থেকে বিমানবন্দর, বিদ্যুৎ থেকে কয়লার মতো দেশের সম্পদগুলিকে বেসরকারিকরণের উদ্যোগ নিয়েছে কেন্দ্র । আর এই পাইপলাইন প্রকল্পের অধীনেই রয়েছে ঐতিহ্যবাহী টয়ট্রেনের তত্ত্বাবধায়ক দার্জিলিং হিমালয়ান রেলওয়ে । টয়ট্রেনের বেসরকারিকরণের সিদ্ধান্তে পর্যটন মহল থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ।

আরও পড়ুন :Darjeeling Toy Train : অপেক্ষা শেষ, 3 দিন পরই শিলিগুড়ি ছেড়ে পাহাড়ে উঠবে টয়ট্রেন

কেউ বেসরকারিকরণের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছেন, আবার কেউ এর প্রতিবাদে সক্রিয় আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন । সকলের উদ্দেশ্য একটাই ৷ টয়ট্রেনের বেসরকারিকরণ বন্ধ করা ৷

টয়ট্রেন বেসরকারিকরণ হলে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছে পর্যটনমহল । একেই করোনার জেরে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল টয়ট্রেন পরিষেবা । সেই ক্ষতিই কীভাবে কাটিয়ে উঠবে তাই ভেবে পাচ্ছে না পর্যটনমহল ৷ সবেমাত্র একটু ধাতস্থ হয়ে ফের স্বাভাবিক ছন্দে ফেরার স্বপ্ন দেখা শুরু করতেই কেন্দ্রের মানিটাইজেশন পাইপলাইন প্রকল্পে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের নাম ঢুকে যাওয়ায় ঘুম উড়েছে পর্যটনমহলের ।

কেন্দ্রীয় সরকারের ওই সিদ্ধান্তে তীব্র নিন্দা প্রকাশ করে তা প্রত্যাহার করার আবেদন জানিয়েছে পর্যটনমহল । বেসরকারিকরণ হলে টয়ট্রেন তার হেরিটেজ তকমা আর ধরে রাখতে পারবে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে । তবে ইউনেস্কোর (UNESCO) শিরোপা পাওয়ার পরেও কি সরকার হেরিটেজ সম্পদের বেসরকারিকরণ করতে পারে ? তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন ৷

আরও পড়ুন :Darjeeling Toy Train: ভিস্তা ডোম কোচ থেকে পাহাড় দর্শন, দার্জিলিংয়ে ফের চালু হচ্ছে টয়ট্রেন

এই বিষয়ে রাজ্যের প্রাক্তন পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, "খুবই দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত । টয়ট্রেনের সঙ্গে দার্জিলিং ও বাংলা তথা এই দেশের ইতিহাস জড়িয়ে রয়েছে । এর বেসরকারিকরণ হওয়ার পর তা সাধারণ মানুষের হাতের বাইরে চলে যাবে । দেশের নবরত্নকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার এই তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে ।"

শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীর কথায়, "দেশে তালিবানি শাসন চলছে । এই সরকার সব কিছু বিক্রি করতে এসেছে । এর আগে রেল, বিএসএনএল এর মতো সংস্থা বিক্রি করেছে । এবার টয়ট্রেন বিক্রি করে দিচ্ছে ।"

বেসরকারিকরণের পথে ঐতিহ্যবাহী টয়ট্রেন, ক্ষোভে ফুঁসছে পাহাড় থেকে সমতল

প্রাক্তন গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান অনিত থাপা জানান, টয়ট্রেনের বেসরকারিকরণের বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তের সম্পূর্ণ বিরুদ্ধে রয়েছে গোটা পাহাড়বাসী । আমাদের দেশের সম্পদ এবং পরিকাঠামো লুট করা হচ্ছে ।

আরও পড়ুন :দার্জিলিংয়ে চালু টয়ট্রেনের জয় রাইড, খুশির হাওয়া পর্যটন শিল্পে

অ্যাসোসিয়েশন ফর কনজার্ভেশন অ্যান্ড ট্যুরিজমের আহ্বায়ক রাজ বসু বলেন, "দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে বেসরকারিকরণ করলে তার ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়বে । এমনিতেই টয়ট্রেন খুব একটা ভাল পরিস্থিতিতে নেই । এরপর বেসরকারিকরণ করলে যে সংস্থা নেবে সে কীভাবে পরিচালনা করবে তা নিয়েও ধন্দ্ব রয়েছে । এর ফলে পর্যটনও খুব বড় ধাক্কা খাবে ।"

হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ডেভেলপমেন্ট নেটওয়ার্কের কার্যকরী কমিটির সদস্য জয়ন্ত মজুমদারের কথায়, "কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করা উচিত । কারণ টয়ট্রেনের সঙ্গে উত্তরের পাশাপাশি গোটা রাজ্যের পর্যটন জড়িয়ে রয়েছে । কেন্দ্রীয় সরকারের উচিত যেভাবেই হোক দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে নিজেদের অধীনে রাখা । এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে সমস্ত পর্যটনমহল কেন্দ্রের বিরুদ্ধে পদক্ষেপ করবে ।"

যদিও এই বিষয়ে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেছেন ইন্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস মৈত্র ৷ বেসরকারিকরণের পক্ষে দাঁড়িয়ে তিনি বলেন, "বেসরকারিকরণ হলেও সেক্ষেত্রে কোনও অসুবিধা হবে না । উলটে টয়ট্রেন পরিষেবার মান উন্নয়ন হবে বলে মনে হয় আমার । এর আগে কেন্দ্র এবং রাজ্যের অনেক ক্ষেত্রেই বেসরকারিকরণ হয়েছে ।"

আরও পড়ুন :দার্জিলিংয়ের টয়ট্রেনে গুগলের বিজ্ঞাপনের শুটিং

ABOUT THE AUTHOR

...view details