পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Siliguri Protest : বাংলাদেশে হিংসার প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল - Mamata Banerjee

বাংলাদেশে হিংসার প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল করল বিশ্ব হিন্দু পরিষদ ৷ সোমবার শিলিগুড়ির হাসমি চক থেকে মিছিল শুরু হয় ৷ এরপর হাসমি চক হয়ে হিলকার্ট রোড ধরে মহকুমাশাসকের দফতরের সামনে শেষ হয় এই কর্মসূচি ৷ মিছিলে অংশ নেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ৷ বাংলাদেশের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় মুখ না খোলায় কড়া ভাষায় তাঁর সমালোচনা করেন শঙ্কর ৷

protest march in siliguri against bangladesh violence
Siliguri Protest : বাংলাদেশে হিংসার প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল

By

Published : Oct 18, 2021, 8:04 PM IST

শিলিগুড়ি, 18 অক্টোবর : বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালিতে ইস্কন মন্দির-সহ একের পর এক দুর্গাপুজোর মণ্ডপে হামলার প্রতিবাদে মিছিল ৷ সোমবার শিলিগুড়িতে এই কর্মসূচির আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ ৷ মিছিলে অংশ নেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও ৷ তাঁর বক্তব্য, যেভাবে কিছু মানুষ সাম্প্রদায়িক হিংসা ছড়াতে চাইছে, তা প্রতিহত করতে সবাইকে একজোট হতে হবে ৷ গোটা ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি ৷ তোলেন মৌলবাদকে প্রশ্রয় দেওয়ার মতো গুরুতর অভিযোগ ৷ যার জবাবে তৃণমূলের পাল্টা তোপ, বিজেপি আসলে আগুন নিয়ে খেলা করছে ৷

আরও পড়ুন :Bangladesh Violence : বাংলাদেশে পুজোমণ্ডপে হামলার নিন্দায় সরব বিপ্লব দেব

সোমবার শিলিগুড়ির হাসমি চক থেকে মিছিল শুরু করে বিশ্ব হিন্দু পরিষদ ৷ মিছিলটি হাসমি চক হয়ে হিলকার্ট রোড ধরে মহকুমাশাসকের দফতরের সামনে গিয়ে শেষ হয় ৷ বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে দুষ্কৃতীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিক শেখ হাসিনা সরকার ৷ এই ধরনের দুঃসাহসিক ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তাও সুনিশ্চিত করা হোক ৷ এই বিষয়ে এদিন একটি স্মারকলিপিও পেশ করা হয় মহকুমাশাসকের দফতরে ৷

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মৌলবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের ৷

এদিকে, বাংলাদেশের ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রকাশ্য বিবৃতি দেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এই কারণে তাঁর কড়া সমালোচনা করেন শঙ্কর ৷ তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রীর এই নীরবতা আদতে মৌলবাদকেই প্রশ্রয় দেবে ৷ মিছিলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কর ঘোষ বলেন, ‘‘বাংলাদেশের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী একটি শব্দও খরচ করেননি ৷ তিনিই প্রথম মুখ্যমন্ত্রী যিনি হিজাব পরে ছবি পোস্ট করেছিলেন ৷ রাজ্যে সরকারি অনুদানে দুর্গাপূজো হয় ৷ আগামী দিনে রাজ্যে দুর্গাপূজো হবে তো ? মুখ্যমন্ত্রী বাংলাদেশের ঘটনায় প্রতিবাদ না করে আসলে ধর্মীয় মৌলবাদকেই সরাসরি প্রশ্রয় দিচ্ছেন ৷’’

আরও পড়ুন :Bangladesh Violence : নোয়াখালিতে ইসকন মন্দিরে হামলা, পুকুরে মিলল দেহ

শঙ্কর ঘোষের মন্তব্যে পাল্টা তোপ দেগেছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী ৷ তিনি বলেন, ‘‘শাসকদলের কর্মী হয়ে বলছি ৷ বিজেপি যেন আগুন নিয়ে না খেলে ৷ নির্বাচনে হারার পর বাংলাভাগের চক্রান্ত করল ৷ এবার বাংলাদেশের ইস্যুকে হাতিয়ার করতে গিয়ে যেন আগুন নিয়ে না খেলে ওরা ৷’’

ABOUT THE AUTHOR

...view details