পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Students Protest at Bagdogra Airport: বিমান সংস্থার ভুলে দেশের প্রতিনিধিত্ব করায় বাধা, বাগডোগরা বিমানবন্দরে ধরনা পড়ুয়াদের - ব্যাসেল ট্যাটু মিলিটারি ব্যান্ড

বিমান সংস্থার ভুলের কারণে সময়ে সুইৎজারল্যান্ড পৌঁছতে পারলেন না কালিম্পঙের কুমুদিনী হোমস হাইস্কুলের ব্যান্ডের সদস্যরা (Protest at Bagdogra Airport by Kalimpong School Band Members Due to Cancellation of Flight) ৷ প্রতিবাদে বাগডোগরা বিমানবন্দরে ধরনায় বসেন তাঁরা ৷ সুইৎজারল্যান্ডে ব্যাসেল ট্যাটু মিলিটারি ব্যান্ড ডিসপ্লে প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে কুমুদিনী হোমস হাইস্কুলের ব্যান্ড ৷ পরে দার্জিলিঙের সাংসদের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয় ৷

Protest at Bagdogra Airport by Kumudini Homes High School Band Members Due to Cancellation of Flight
Protest at Bagdogra Airport by Kumudini Homes High School Band Members Due to Cancellation of Flight

By

Published : Jul 11, 2022, 11:56 AM IST

Updated : Jul 11, 2022, 12:56 PM IST

শিলিগুড়ি, 11 জুলাই: বিমান সংস্থার ভুলে বিপাকে পড়লেন কালিম্পঙের কুমুদিনী হোমস হাইস্কুলের পড়ুয়ারা ৷ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ব্যান্ড প্রতিযোগিতায় সুইৎজারল্যান্ড যাওয়ার কথা ছিল তাদের ৷ কিন্তু, বিমানবন্দরে পৌঁছে তারা জানতে পারে তাদের মুম্বই পৌঁছনোর বিমান চলে গিয়েছে ৷ বিমান সংস্থার ভুলের কারণে চূড়ান্ত হেনস্থার শিকার হতে হয় তাদের ৷ যার প্রতিবাদে রাতভর জাতীয় পতাকা নিয়ে বিমানবন্দরের ভিতরেই ধরনায় বসে পড়ুয়ারা (Protest at Bagdogra Airport by Kalimpong School Band Members Due to Cancellation of Flight) ৷ শেষে বিজেপি সাংসদ রাজু বিস্তার হস্তক্ষেপে সমস্যার সমাধান হয় ৷

বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাসেল ট্যাটু মিলিটারি ব্যান্ড (Basel Tattoo Military Band) ডিসপ্লে প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে কালিম্পঙের কুমুদিনী হোমস স্কুলের ব্যান্ড গ্রুপ ৷ ব্যাসেল ট্যাটু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক ব্যান্ড ৷ কালিম্পং জেলার স্কুল কুমুদিনী হোমস স্কুলের ব্যান্ড 14-24 জুলাই সুইৎজারল্যান্ডের ব্যাসেলে এই প্রতিযোগিতায় অংশ নেবে । ফেডারেল ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, সিভিল ডিফেন্স অ্যান্ড স্পোর্ট (DDPS) এর উদ্যোগে ব্যাসেল ট্যাটু সুইজারল্যান্ডের সরকারি প্রতিযোগিতার মর্যাদা পেয়েছে ৷

কুমুদিনী হোমস স্কুলের 20 জন ছাত্র এবং এক শিক্ষক, মোট 21 জনের একটি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ৷ কিন্তু, রবিবার রাতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে তাঁরা জানতে পারেন মুম্বইগামী বিমান অনেক আগেই উড়ে গিয়েছে ৷ কিন্তু, তাঁদের টিকিটে বিমানের সময় ভুল দেওয়া হয়েছিল ৷ ফলে মুম্বই থেকে সুইৎজারল্যান্ডের বিমান কীভাবে ধরবেন, সেই নিয়ে চিন্তায় পড়ে যান ব্যান্ডের সদস্যরা ৷ এই পরিস্থিতিতে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিকল্প বিমানের ব্যবস্থা করতে অনুরোধ করা হয় ৷ কিন্তু, তাতেও সমস্যা মেটেনি ৷ এর পরেই বিমানবন্দরে জাতীয় পতাকা হাতে ধরনায় বসে পড়ে পড়ুয়ারা ৷

আরও পড়ুন:Bagdogra Airport : আবহাওয়ার কারণে বাগডোগরা থেকে বিমান ফেরানো হল কলকাতায়

খবর পেয়ে মাঝরাতেই বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন সাংসদ রাজু বিস্তা ৷ বিমানবন্দর কর্তৃপক্ষ, অসামরিক বিমান মন্ত্রক ও বিমান সংস্থার সঙ্গে আলোচনা করে, এ দিন ভোরে তাঁদের বিশেষ বিমানে মুম্বই যাওয়ার ব্যবস্থা করেন তিনি ৷ রাতে ব্যান্ডের সদস্যদের বিমানবন্দর সংলগ্ন হোটেলে থাকার ব্যবস্থা করেন সাংসদ ৷

বাগডোগরা বিমানবন্দরে ধরনা কালিম্পঙের কুমুদিনী হোমস হাইস্কুলের ব্যান্ডের

বিষয়টি নিয়ে রাজু বিস্তা বলেন, ‘‘কুমুদিনী হোমস স্কুলের পড়ুয়াদের ব্যান্ডের দল ভারতের হয়ে বিশ্বের বৃহত্তম প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৷ এটা গোটা দেশের কাছে গর্বের ৷ কোনও ভাবেই বাধা আসা উচিত নয় । সমস্যা একটা হয়েছিল ৷ কিন্তু, তার সমাধান করা হয়েছে ৷ টিকিটের মূল্য বিমান সংস্থা দেখবে বলেছে ৷ প্রয়োজনে আমি সেই খরচ বহন করব ৷’’

ব্যান্ডের পড়ুয়াদের দায়িত্বে থাকা শিক্ষক প্রিয়দর্শন রাই বলেন, ‘‘আমরা হতাশ হয়ে পড়েছিলাম ৷ প্রথমে খুব উৎসাহিত ছিলাম, যে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছি ৷ কিন্তু, এইভাবে সমস্যা আসবে ভাবিনি ৷ আমাদের ধরনা দিতে হয়েছে ৷ তবে, সাংসদ সমস্যার সমাধান করেছেন ৷’’

Last Updated : Jul 11, 2022, 12:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details