শিলিগুড়ি, 11 জুলাই: বিমান সংস্থার ভুলে বিপাকে পড়লেন কালিম্পঙের কুমুদিনী হোমস হাইস্কুলের পড়ুয়ারা ৷ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ব্যান্ড প্রতিযোগিতায় সুইৎজারল্যান্ড যাওয়ার কথা ছিল তাদের ৷ কিন্তু, বিমানবন্দরে পৌঁছে তারা জানতে পারে তাদের মুম্বই পৌঁছনোর বিমান চলে গিয়েছে ৷ বিমান সংস্থার ভুলের কারণে চূড়ান্ত হেনস্থার শিকার হতে হয় তাদের ৷ যার প্রতিবাদে রাতভর জাতীয় পতাকা নিয়ে বিমানবন্দরের ভিতরেই ধরনায় বসে পড়ুয়ারা (Protest at Bagdogra Airport by Kalimpong School Band Members Due to Cancellation of Flight) ৷ শেষে বিজেপি সাংসদ রাজু বিস্তার হস্তক্ষেপে সমস্যার সমাধান হয় ৷
বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাসেল ট্যাটু মিলিটারি ব্যান্ড (Basel Tattoo Military Band) ডিসপ্লে প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে কালিম্পঙের কুমুদিনী হোমস স্কুলের ব্যান্ড গ্রুপ ৷ ব্যাসেল ট্যাটু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক ব্যান্ড ৷ কালিম্পং জেলার স্কুল কুমুদিনী হোমস স্কুলের ব্যান্ড 14-24 জুলাই সুইৎজারল্যান্ডের ব্যাসেলে এই প্রতিযোগিতায় অংশ নেবে । ফেডারেল ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, সিভিল ডিফেন্স অ্যান্ড স্পোর্ট (DDPS) এর উদ্যোগে ব্যাসেল ট্যাটু সুইজারল্যান্ডের সরকারি প্রতিযোগিতার মর্যাদা পেয়েছে ৷
কুমুদিনী হোমস স্কুলের 20 জন ছাত্র এবং এক শিক্ষক, মোট 21 জনের একটি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ৷ কিন্তু, রবিবার রাতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে তাঁরা জানতে পারেন মুম্বইগামী বিমান অনেক আগেই উড়ে গিয়েছে ৷ কিন্তু, তাঁদের টিকিটে বিমানের সময় ভুল দেওয়া হয়েছিল ৷ ফলে মুম্বই থেকে সুইৎজারল্যান্ডের বিমান কীভাবে ধরবেন, সেই নিয়ে চিন্তায় পড়ে যান ব্যান্ডের সদস্যরা ৷ এই পরিস্থিতিতে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিকল্প বিমানের ব্যবস্থা করতে অনুরোধ করা হয় ৷ কিন্তু, তাতেও সমস্যা মেটেনি ৷ এর পরেই বিমানবন্দরে জাতীয় পতাকা হাতে ধরনায় বসে পড়ে পড়ুয়ারা ৷