পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Gautam Deb: '200 শতাংশ মিথ্যা মামলার বিরুদ্ধে লড়ব', সম্পত্তি সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে জবাব গৌতম দেবের - Gautam Deb

শাসকদলের নেতা মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত মামলার তদন্তে ইডিকে যুক্ত করার নির্দেশ দিয়েছ কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ । সেই তালিকায় মোট 19 জন শাসকদলের নেতা-মন্ত্রীর নাম রয়েছে । নাম রয়েছে গৌতম দেবের (case against Gautam Deb)।

Gautam Deb
সম্পত্তি সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে জবাব গৌতম দেবের

By

Published : Aug 8, 2022, 10:37 PM IST

শিলিগুড়ি, ৮ অগস্ট: "200 শতাংশ মিথ্যা মামলা । এই মামলা লড়ব । জীবনে কোনও মামলা হারিনি । কোনও অনৈতিক কাজ করিনি ।" শাসক দলের নেতা-মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধির মামলায় ইডি-কে যুক্ত করার কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এমনটাই মন্তব্য তৃণমূল কংগ্রেস নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ।

2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও 2016 থেকে 2021 সাল পর্যন্ত পর্যটন দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন গৌতম দেব । মুখ্যমন্ত্রীর একনিষ্ঠ এবং তাঁর স্নেহভাজন বলে পরিচিত গৌতম দেব । 2011 সালে গৌতম দেবের দেওয়া হলফনামা অনুযায়ী তাঁর সম্পত্তি ছিল প্রায় 13 লক্ষ টাকার । বর্তমানে স্থাবর-অস্থাবর মিলিয়ে শিলিগুড়ির মেয়রের সম্পত্তির পরিমাণ প্রায় 13 কোটি 56 লক্ষ টাকা । অর্থাৎ সম্পত্তি বৃদ্ধির হার প্রায় 205 শতাংশ ।

সম্পত্তি সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে জবাব গৌতম দেবের

আরও পড়ুন: অনুব্রতর কোমরে দড়ি বেঁধে সিবিআই দফতরের টেনে নিয়ে আসা উচিত, দাবি সুজনের

শাসকদলের নেতা মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত মামলার তদন্তে ইডি-কে যুক্ত করার নির্দেশ দিয়েছ কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ (case against Gautam Deb) । সেই তালিকায় মোট 19 জন শাসকদলের নেতা-মন্ত্রীর নাম রয়েছে । সেই তালিকায় উত্তরবঙ্গ থেকে একমাত্র নাম রয়েছে গৌতম দেবের । ফলে এবার ইডি-র র‍্যাডারে গৌতম দেব আসায়, রাজনৈতিকমহলেও জোর জল্পনা শুরু হয়েছে । এ প্রসঙ্গে এদিন গৌতম দেব বলেন, "সম্পূর্ণ মিথ্যা মামলা । শুরুতে সবটাই আমার পৈত্রিক সম্পত্তি ছিল । সেটা আমি এফিডেভিড করে জানিয়েছিলাম । দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে এই জায়গায় পৌঁছেছি । আমি নিজে আইনজীবী । ফলে সেই মতোই মতো দলের নির্দেশে পদক্ষেপ করব । ওদের মনে হয়েছে উত্তরবঙ্গ থেকে একজনের নাম দিতে হয় সে জন্য দিয়েছে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details