শিলিগুড়ি, 11 সেপ্টেম্বর : শিলিগুড়ি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের এক ছাত্রীর মার্কশিটে নম্বর বাড়িয়ে দিতে ছাত্রীর কাছে টাকা চেয়েছেন কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান । ঘটনা ঘিরে হইচই শিলিগুড়িতে ।
দু'দিন ধরেই শিলিগুড়িতে একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে । সেই কথোপকথন অনুযায়ী জনৈক ছাত্রী নিশার সঙ্গে কথা বলেছেন অন্য এক ব্যক্তি । তাতে তিনি টাকার বিনিময়ে নম্বর বাড়িয়ে দেবেন বলে জানিয়েছেন । ওই ব্যক্তি কথোপকথনে জানিয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় যারা মার্কশিট ট্যাবুলেশন করে সেখানে ওই দশ হাজার টাকা দেবেন। বিষয়টি মনিটর করবেন। এভাবে বর্ধিত নম্বর পাবেন ওই ছাত্রী । ওই ব্যক্তি জানান, তার বাড়ি শিলিগুড়ির বাবুপাড়ায়। সেখানে টাকা নিয়ে এসে দ্রুত জমা দিতে নির্দেশ দেন ওই ব্যক্তি । এই ক্লিপ ঘিরে হইচই । এর পরেই আজ এক ছাত্রী ইমেলে কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ জানান।
শিলিগুড়ি কলেজের পরিচালন সমিতির সভাপতি জয়ন্ত কর জানান, “ওই ছাত্রীর নাম নিশা পাশোয়ান । তিনি একটি অভিযোগ অধ্যক্ষের কাছে ইমেলে পাঠিয়েছেন । রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান অমিতাভ কাঞ্জিলালের বিরুদ্ধে অর্থ চাওয়ার অভিযোগ এনেছেন তিনি । 14 সেপ্টেম্বর আমরা কলেজের জেনেরাল বডির বৈঠক ডেকেছি। সেখানেই এ নিয়ে সিদ্ধান্ত হবে। পাশাপাশি কথোপকথনে যেহেতু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কেও জুড়েছেন ওই অধ্যাপক। তাই বিস্তারিত রিপোর্ট বিশ্ববিদ্যালয় কর্তাদের পাঠানো হচ্ছে । রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশিকা এলে এ নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হবে। ”
মার্কশিটে নম্বর বাড়াতে টাকা চেয়েছেন অধ্যাপক ? অভিযোগ দায়ের ছাত্রীর - মার্কশীটে নম্বর বাড়াতে টাকা চাইলেন অধ্যাপক
ভাইরাল হওয়া অডিয়ো ক্লিপটিতে শোনা যাচ্ছে, এক ব্যক্তি টাকার বিনিময়ে নম্বর বাড়িয়ে দেবেন বলে জানাচ্ছেন । ওই ব্যক্তির গলার সঙ্গে মিল রয়েছে শিলিগুড়ি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান অমিতাভ কাঞ্জিলালের ।
আরও পড়ুন :বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ভয় দেখিয়ে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ , অধ্যাপকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ
কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ জানান, "অডিয়ো ক্লিপের বক্তব্য শুনে আমাদেরও প্রাথমিক অনুমান ছাত্রীর সঙ্গে কথোপকথন আমাদের এক অধ্যাপকের । কিন্তু বিষয়টি তদন্ত সাপেক্ষ । আজ বিকেলে এ নিয়ে ওই ছাত্রীর তরফে একটি অভিযোগ পেয়েছি । আইনি ব্যবস্থা নেব আমরা । কলেজের সুনাম নষ্ট হতে দেব না।"
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য জানান, “গুরুতর অভিযোগ । এভাবে এক অধ্যাপক মার্কশিটে নম্বর বাড়িয়ে দিতে টাকা চাইছেন এমন অভিযোগ সত্যিই এলে তা অত্যন্ত গুরুতর অভিযোগ । এর সঙ্গে কারা জড়িত তার তদন্ত হবে। কলেজের কাছে যাবতীয় রিপোর্ট চেয়েছি।”
আরও পড়ুন :কাটোয়া কলেজের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ডেপুটেশন SFI-এর
যদিও শিলিগুড়ির বাবুপাড়ার বাসিন্দা রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান অমিতাভ কাঞ্জিলাল জানান, “সমস্ত অভিযোগ ভিত্তিহীন। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি এসবের সঙ্গে জড়িত নই।”
অন্যদিকে জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার বলেন, “আমরা হতবাক হয়ে গেছি । ঘটনার দ্রুত তদন্ত ও দোষীর শাস্তির দাবিতে আগামীকাল বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমরা স্মারকলিপি জমা দেব।” ঘটনা নিয়ে একযোগে প্রতিবাদ জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন।