শিলিগুড়ি, 31 মার্চ: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে কোরোনো সংক্রমণ পরীক্ষা চালু হলেও আপাতত শুধুমাত্র নেগেটিভ রিপোর্ট এলেই তা প্রকাশ করা যাচ্ছে । কোনও রোগীর সোয়াব টেস্ট রিপোর্ট পজিটিভ এলে ফের তা পাঠাতে হচ্ছে NICED-এ । এই পরিস্থিতিতে পূর্ণাঙ্গ টেস্টের অনুমোদন পেতে পদ্ধতি মেনে এগোচ্ছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ।
দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, উত্তরবঙ্গ থেকে সোয়াবের নমুনা আনতে সমস্যা হচ্ছে । তা NICED-এ আনার বদলে উত্তরবঙ্গেই টেস্ট করা হবে এরপর থেকে । সাংসদ রাজু বিস্তাও জানান, পূর্ণাঙ্গ VDRL ল্যাব চালু করা হবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে । যদিও আজ এই হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অরুণাভ সরকার জানান, "আপাতত আমরা শুধুমাত্র স্ক্রিনিং টেস্টের অনুমতি পেয়েছি । অর্থাৎ টেস্ট রিপোর্ট নেগেটিভ এলে সেটি প্রকাশ্যে আনতে পারব । কোনও নমুনা পজিটিভ হলে সেক্ষেত্রে তা ফের টেস্টের জন্য NICED-এ পাঠাতে হবে ।"