শিলিগুড়ি, 1 জুলাই : প্রত্যাশা মতোই পথে নামল না বেসরকারি বাস । বৃহস্পতিবার থেকে 50 শতাংশ যাত্রী নিয়ে বাস পরিষেবা চালু করার অনুমতি দিয়েছিল রাজ্য সরকার । সেই ঘোষণা হতেই কিছুটা স্বস্তি পেয়েছিলেন সাধারণ মানুষ ৷ কিন্তু আজ সরকারি বাস পথে নামলেও, বেসরকারি বাস চালু না হওয়ায় চরম ভোগান্তির মধ্যে পড়লেন শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের মানুষজন ৷ এই পরিস্থিতিতে কাজের সূত্রে বাইরে বেরনো যাত্রীদের ভরসা শুধু মাত্র সরকারি পরিবহণ ।
45 দিন পরিষেবা বন্ধ থাকার পর সরকারের তরফে সরকারি ও বেসরকারি বাস চালানোর সবুজ সংকেত দেওয়া হয়েছে ৷ সেই মতো আজ থেকে রাজ্যে সর্বত্র সরকারি ও বেসরকারি বাস চলার কথা ৷ কিন্তু, ডিজেলের বাড়তে থাকা দামের কারণে বেসরকারি বাস মালিক সংগঠনগুলি অধিকাংশ জায়গায় বাস নামায়নি ৷ বাদ যায়নি শিলিগুড়িও ৷ আর তাই শিলিগুড়ির বাসিন্দাদের একমাত্র ভরসা সরকারি বাস ৷ আজ সকাল থেকেই শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ডে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসের জন্য যাত্রীদের ভীড় দেখা যায় । অসুবিধা হলেও অগ্যতা সরকারি বাসেই যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের ।
পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি হওয়া সত্ত্বেও দূরপাল্লার বাস চালাচ্ছেন শিলিগুড়ির বেসরকারি বাস মালিকরা ৷ কিন্তু, ভিনজেলা এবং আন্তঃজেলার বাস পরিষেবা বন্ধ রাখছেন অধিকাংশ বেসরকারি বাস মালিকরা ৷ যার ফলে বাড়তি চাপ পড়ার সম্ভাবনা রয়েছে সরকারি বাসের উপর ৷ শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গের আট জেলায় প্রায় ছয় হাজার বেসরকারি বাস যাত্রী পরিষেবা দিয়ে থাকে । যা এখন বন্ধ থাকছে । যাত্রীদের সুবিধার জন্য আপাতত এনবিএসটিসি’র 500টি বাস স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিষেবা দেবে ।