শিলিগুড়ি, 5 নভেম্বর : তারকেশ্বর, কাঁথির পর এবার শিলিগুড়ি ৷ একাধিক জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি সহ ব্যানার দেখা গেল ৷ লেখা, "আমরা দাদার অনুগামী ৷" যদিও বিষয়টিকে আলাদা করে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷
আজ শিলিগুড়ির হাসমি চক, সেবক মোড়, এয়ারভিউ মোড় সহ বিভিন্ন এলাকায় শুভেন্দু অধিকারীর ছবি সহ ব্যানার দেখা যায় ৷ এ বিষয়ে জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার বলেন, "আমাদের দলের যাঁরা নেতৃত্বে আছেন তাঁদের পোস্টার বা ফেস্টুন লাগানো নতুন কিছু নয় ৷ হঠাৎ করে এটা নিয়ে মিডিয়া যে আলোচনায় যেতে চাইছে, এটা তেমন কিছুই নয় ৷ এটা নিয়ে জলঘোলা করার কিছু নেই ৷ নেতাদের ছবি লাগানো বা তাঁদের নামে জিন্দাবাদ বলা, এটা দীর্ঘদিন ধরেই চলে আসছে ৷ কেউ যদি ব্যক্তিগতভাবে কারও কাজকে সমর্থন জানিয়ে পোস্টার লাগায় তাতে অন্যায়ের কিছু নেই ৷ "