পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শিলিগুড়িতেও শুভেন্দুর ছবি সহ ব্যানার "দাদার অনুগামী"-দের

আজ শিলিগুড়ির হাসমি চক, সেবক মোড়, এয়ারভিউ মোড় সহ বিভিন্ন এলাকায় শুভেন্দু অধিকারীর ছবি সহ ব্যানার ও ফেস্টুন দেখা যায় ৷

শুভেন্দুর পোস্টার
শুভেন্দুর পোস্টার

By

Published : Nov 5, 2020, 12:13 PM IST

শিলিগুড়ি, 5 নভেম্বর : তারকেশ্বর, কাঁথির পর এবার শিলিগুড়ি ৷ একাধিক জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি সহ ব্যানার দেখা গেল ৷ লেখা, "আমরা দাদার অনুগামী ৷" যদিও বিষয়টিকে আলাদা করে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

আজ শিলিগুড়ির হাসমি চক, সেবক মোড়, এয়ারভিউ মোড় সহ বিভিন্ন এলাকায় শুভেন্দু অধিকারীর ছবি সহ ব্যানার দেখা যায় ৷ এ বিষয়ে জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার বলেন, "আমাদের দলের যাঁরা নেতৃত্বে আছেন তাঁদের পোস্টার বা ফেস্টুন লাগানো নতুন কিছু নয় ৷ হঠাৎ করে এটা নিয়ে মিডিয়া যে আলোচনায় যেতে চাইছে, এটা তেমন কিছুই নয় ৷ এটা নিয়ে জলঘোলা করার কিছু নেই ৷ নেতাদের ছবি লাগানো বা তাঁদের নামে জিন্দাবাদ বলা, এটা দীর্ঘদিন ধরেই চলে আসছে ৷ কেউ যদি ব্যক্তিগতভাবে কারও কাজকে সমর্থন জানিয়ে পোস্টার লাগায় তাতে অন্যায়ের কিছু নেই ৷ "

শুভেন্দু অধিকারীর ছবিসহ ব্যানার শিলিগুড়িতে

তিনি বলেন, শুভেন্দুবাবু দল ছাড়ছেন, এই ধরনের কোনও বার্তা তাঁদের কাছে নেই ৷ বলেন, "তৃণমূলের সব নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ ৷ সাম্প্রদায়িক দল BJP-র বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছি ৷ "

দিন কয়েক আগেই শুভেন্দু অধিকারীর সমর্থনে কাঁথির মোড়ে মোড়ে দেখতে পাওয়া গেছিল অঙ্গীকারের ব্যানার । মন্ত্রীর ছবি সহ ব্যানারে লেখা ছিল, "দাদার সঙ্গে ছিলাম, আছি, থাকব ।" তারকেশ্বরে শুভেন্দু অধিকারী ফ‍্যানস অ্যাসোসিয়েশনের নামে ফ্লেক্স লাগানো হয়েছিল ৷ যেখানে লেখা ছিল "শুভ শারদীয়া, দীপাবলী, ভ্রাতৃদ্বিতীয়া, জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন গ্ৰহণ করুন"। নিচে লেখা ছিল হুগলি জেলা শুভেন্দু অধিকারী ফ‍্যানস অ্যাসোসিয়েশন ।

ABOUT THE AUTHOR

...view details