পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

SMP Election 2022: পোস্টার-ব্যানার ছেঁড়ার প্রতিবাদে একজোট সব দল, রাজনৈতিক সৌজন্যের সাক্ষী শিলিগুড়ি

শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের (SMP Election 2022) আগে ছিঁড়ে ফেলা হল প্রার্থীদের পোস্টার, ব্যানার ৷ বিভিন্ন দলের পতাকা ফেলে দেওয়া হল মাটিতে ৷ ঘটনা জানাজানি হতেই বিভিন্ন দলের প্রার্থী ও কর্মীরা একজোট হয়ে পোস্টার, ব্যানারগুলি ফের স্বস্থানে লাগিয়ে দেন ৷ অশান্তি ছড়ানোর জন্যই দুষ্কৃতীরা এমন কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ তৃণমূলের ৷

political paries join hands against vandalism in siliguri before SMP Election 2022
SMP Election 2022: পোস্টার, ব্যানার ছেঁড়ার প্রতিবাদে একজোট সব দল, রাজনৈতিক সৌজন্যের সাক্ষী শিলিগুড়ি

By

Published : Jun 22, 2022, 2:45 PM IST

শিলিগুড়ি, 22 জুন: রাজনৈতিক রং ভুলে সৌজন্যের নজির ! তিনটি রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মীরা একত্রিত হয়ে একে অপরের ছেঁড়া ফ্লেক্স, ব্যানার ও পতাকা লাগালেন ! এই ঘটনার সাক্ষী থাকল শিলিগুড়ি (Siliguri) সংলগ্ন নকশালবাড়ি ব্লকের লোয়ার বাগডোগরা এলাকা ৷

আগামী 26 জুন শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন (SMP Election 2022) অনুষ্ঠিত হবে ৷ তার প্রচার অনেক আগেই শুরু হয়ে গিয়েছে ৷ মিছিল, সভা, সমাবেশের পাশাপাশি চলছে পোস্টার, ব্যানার লাগানোর কাজ ৷ তৃণমূল প্রার্থীদের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) ছবি-সহ পোস্টার ও ব্যানার লাগানো হয়েছে মহকুমাজুড়ে ৷ অভিযোগ, রাতের বেলায় সেইসব পোস্টারে কালির পোঁচ লাগিয়ে দেওয়া হয়েছে ৷ বহু জায়গাতেই বিভিন্ন দলের পতাকা ও দলীয় প্রার্থীদের নামে লাগানো ব্যানার ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে ৷

আরও পড়ুন:SMP Election 2022: শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের প্রচারে জমাটি রোড শো অরূপের

বুধবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়ায় লোয়ার বাগডোগরা এলাকায় ৷ ঘটনা জানার পর স্থানীয় এমএস কলোনিতে পৌঁছে যান তৃণমূলের নেতা ও কর্মীরা ৷ তাঁরা দেখেন, বিজেপি, তৃণমূল কংগ্রেস ও সিপিএম-এর পতাকা, পোস্টার ও ব্যানারগুলি ছিঁড়ে ফেলা হয়েছে ৷ সেগুলি মাটিতে পড়ে রয়েছে ৷ কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে, সেটা এখনও স্পষ্ট নয় ৷ এরপরই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা একজোট হয়ে পোস্টার, ব্যানারগুলি ফের স্বস্থানে লাগিয়ে দেন ৷

অশান্তি ছড়াতেই এই কাণ্ড বলে দাবি তৃণমূল নেতার ৷

দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু শাখার সভাপতি মহিবুল ইসলাম জানান, "এই এলাকায় কেউ বা কারা রাতের অন্ধকারে সমস্ত দলের পোস্টার, ব্যানার ছিঁড়ে দিয়েছে ৷ এর আগে কোনওদিন এমন ঘটনা ঘটেনি ৷ এলাকায় অশান্তি ছড়ানোর জন্যই দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে ৷"

ঘটনার পর সমস্ত দলের প্রার্থী ও কর্মীরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন ৷ দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details