পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Brown Sugar Recovered: বাড়ি ভাড়া নিয়ে রমরমিয়ে ব্যবসা, উদ্ধার তিন কোটির মাদক, গ্রেফতার 6 - Brown Sugar Recovered

বাড়িভাড়া নিয়ে রমরমিয়ে চলছিল মাদক ব্যবসা (police recover huge amount of drugs in siliguri) ৷ অবশেষে পুলিশি অভিযানে মুল পান্ডা-সহ গ্রেফতার 6 ৷ বাজেয়াপ্ত হয় প্রায় দেড় কেজি ব্রাউন সুগার ৷ আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।

Brown Sugar Recover
বাড়ি ভাড়া নিয়ে মাদকের ব্যবসা

By

Published : Oct 10, 2022, 8:27 AM IST

Updated : Oct 10, 2022, 11:02 PM IST

শিলিগুড়ি, 10 অক্টোবর: পুলিশি অভিযানে ভেস্তে গেল মাদক ব্যবসা ৷ শিসিগুড়িতে বাড়ি ভাড়া করে রমরমিয়ে চলছিল মাদকের ব্যবসা (police recover huge amount of drugs in siliguri) ৷ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার অভিযান চালায় এসওজি ও মাটিগাড়া থানার পুলিশ ৷ গ্রেফতার মূল অভিযুক্ত-সহ 6 ৷ ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে ৷ অভিযুক্তরা হল, পুষ্পা মণ্ডল, রাজু সরকার, দীপঙ্কর মণ্ডল, বিনোদ প্রসাদ, আরতি এবং ভরত মণ্ডল ৷ ধৃতদের মধ্যে ভারত মণ্ডল ও আরতি দেবী মালদার কালিয়াচকের বাসিন্দা। পাশাপাশি খড়িবাড়ি ব্লকের বাতাসিতেও আরেকটি বাড়ি রয়েছে তাদের। বাকিরা মাটিগাড়ার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি ) ও মাটিগারা থানার পুলিশের যৌথ উদ্যোগে রবিবার আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের সাধন মোড় এলাকার একটি বাড়িতে অভিযান চলে ৷ অভিয়োগ, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে চলছিল মাদক ব্যবসা । মাটিগাড়া এলাকায় একটি মাদক চক্র কাজ করছিল বলে অনুমান পুলিশের। এই অভিযানে 1 কেজি 600 গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে পুলিশ। তার বাজার মূল্য আনুমানিক প্রায় 3 কোটি টাকা৷

বাড়ি ভাড়া নিয়ে রমরমিয়ে ব্যবসা

আরও পড়ুন: পঞ্জাব সীমান্তে পাকিস্তানের ড্রোন নামাল বিএসএফ, উদ্ধার মাদক

জানা গিয়েছে , ভরত এবং আরতি রবিবার মালদহের কালিয়াচক থেকে ব্রাউন সুগার নিয়ে মাটিগাড়ার মেইন রোডে পুষ্পার বাড়িতে পৌঁছয়। শিলিগুড়িতে মাদক ব্যবসার একটি বড় নেটওয়ার্ক তৈরি করেছিল এই পুষ্পা। পুলিশ দীর্ঘদিন ধরেই তাকে খুঁজছিল। এদিন ভরত আর আরতি পৌঁছতেই অভিযান চালায় পুলিশ। এলাকাবাসী অঞ্জলি রায়, গীতা বর্মন বলেন, "এলাকাটাকে খারাপ করে দিয়েছিল ওই পরিবার। দু'বছর হল গ্রামে এসেছে। মাদকের ব্যবসা করত তা জানতেই পারেনি কেউ। ওদের যেন পুলিশ কড়া শাস্তির ব্যবস্থা করে।"

Last Updated : Oct 10, 2022, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details