শিলিগুড়ি, 10 অক্টোবর: পুলিশি অভিযানে ভেস্তে গেল মাদক ব্যবসা ৷ শিসিগুড়িতে বাড়ি ভাড়া করে রমরমিয়ে চলছিল মাদকের ব্যবসা (police recover huge amount of drugs in siliguri) ৷ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার অভিযান চালায় এসওজি ও মাটিগাড়া থানার পুলিশ ৷ গ্রেফতার মূল অভিযুক্ত-সহ 6 ৷ ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে ৷ অভিযুক্তরা হল, পুষ্পা মণ্ডল, রাজু সরকার, দীপঙ্কর মণ্ডল, বিনোদ প্রসাদ, আরতি এবং ভরত মণ্ডল ৷ ধৃতদের মধ্যে ভারত মণ্ডল ও আরতি দেবী মালদার কালিয়াচকের বাসিন্দা। পাশাপাশি খড়িবাড়ি ব্লকের বাতাসিতেও আরেকটি বাড়ি রয়েছে তাদের। বাকিরা মাটিগাড়ার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি ) ও মাটিগারা থানার পুলিশের যৌথ উদ্যোগে রবিবার আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের সাধন মোড় এলাকার একটি বাড়িতে অভিযান চলে ৷ অভিয়োগ, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে চলছিল মাদক ব্যবসা । মাটিগাড়া এলাকায় একটি মাদক চক্র কাজ করছিল বলে অনুমান পুলিশের। এই অভিযানে 1 কেজি 600 গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে পুলিশ। তার বাজার মূল্য আনুমানিক প্রায় 3 কোটি টাকা৷