শিলিগুড়ি, 18 এপ্রিল: লকডাউন মানছেন না বহু মানুষ । শিলিগুড়িতেও দেখা গেছে একই চিত্র । এই নিয়ে গতকাল ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নির্দেশ দিয়েছেন পুলিশ প্রশাসনকে আরও বেশি করে নজরদারি চালাতে । এরপর আজ পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন পুলিশ কমিশনার অর্থব ত্রিপুরারি । আজ শিলিগুড়িতে বিভিন্ন বাজার এলাকা পরিদর্শন করেন তিনি ।
কোরোনা সংক্রমণ রোধে জারি রয়েছে লকডাউন । বারবার মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে । ভিড় না করতে, জমায়েত না করতে বলা হচ্ছে । অযথা রাস্তায় বেরোনোর উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে প্রশাসনের তরফে । কিন্তু এত কিছুর পরও অনেকে মানছেন না লকডাউন । বাজার এলাকায় প্রায়ই ভিড় নজরে পড়ছে । অনেকে কারণ ছাড়াই বেরোচ্ছেন রাস্তায় । ফলে, সংক্রমণ ক্রমাগত বাড়ছে । লকডাউন না মানায় গত দু'দিন ধরে রাস্তায় নেমে ধরপাকড় অভিযান চালাচ্ছে পুলিশ । বিভিন্ন থানার আধিকারিকরা বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছেন । তবুও লকডাউন না মানার প্রবণতা বন্ধ করা যাচ্ছে না ।