পানের দোকানের আড়ালে অবৈধ মদের কারবার, ধৃত মহিলা - illegal liquor business
মদের কালোবাজারি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার এক মহিলা ।
শিলিগুড়ি, 10 জুন : পানের দোকানের আড়ালে চলছিল বেআইনি মদের কারবার । দীর্ঘদিন ধরে চলা এই বেআইনি কারবারের খবর পেতেই অভিযান চালায় শিলিগুড়ি থানার অধীন পানিটাঙ্কি টাউন আউটপোস্টের পুলিশ । বেআইনি ব্যবসা চালানোর অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ । গতকাল তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।
বেআইনি মদের কারবার কোনও নতুন কথা নয় শিলিগুড়িতে। তবে লকডাউনের জেরে তাতে কিছুটা টান পড়েছিল। কিন্তু লকডাউন শিথিল হতেই ফের মাথা চাড়া দিয়ে ওঠে অবৈধ কারবার। গোপন সূত্রের মারফৎ একাধিক অভিযোগ পেতেই আশ্রমপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে উদ্ধার হয় বিপুল পরিমাণে মজুত মদ। ঘটনায় দোকানের মালিক ওই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়েই অভিযান চালানো হয়েছিল । এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।