পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিহারে অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে গ্রেফতার শিলিগুড়ি পুলিশের - অপহরণকারী

মোবাইল ট্র্যাক করে অপহৃতদের উদ্ধারের পাশাপাশি অপহরণকারীদের গ্রেফতার করল বাগডোগরা থানার পুলিশ । ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তল্লাশি পুলিশের ।

বিহারে অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে গ্রেফতার করল পুলিশ।
বিহারে অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে গ্রেফতার করল পুলিশ।

By

Published : Mar 30, 2021, 9:30 PM IST

শিলিগুড়ি, 30 মার্চ :অভিযান চালিয়ে মোবাইল ট্র্যাক করে অপহরণের কিনারা করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানার পুলিশ । অপহৃত দুই ব্যক্তি ও তাদের গাড়ি উদ্ধার করার পাশাপাশি দুই দুষ্কৃতীকে বিহার থেকে গ্রেফতার করল বাগডোগরা থানার বিশেষ তদন্তকারী দল ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আশুতোষ যাদব ওরফে গুড্ডু ও শিবশঙ্কর যাদব । দুজনেই বিহারের গেহুয়াবেড়িয়ার বাসিন্দা ।

বাগডোগরার হালালবস্তির গাড়ির মালিক এক্রামুল হক ও তাঁর গাড়ির চালক মুন্না গত বুধবার বিহারে যান । রাস্তায় দুই ব্যক্তিকে তাঁরা বিহারের গেহুয়াবেড়িয়া পর্যন্ত ভাড়ার বিনিময়ে তোলেন । ওই এলাকায় পৌঁছে একটি পেট্রল পাম্পে তেল ভরার সময় ধৃত আশুতোষ ও শিবশঙ্কর সহ চার ব্যক্তি তাঁদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে গাড়ির চাবি নিয়ে নেয় । এরপর একটি জঙ্গলে নিয়ে গিয়ে তাঁদের ব্যাপক মারধর করে । তাঁদের কাছে থাকা আট হাজার টাকা প্রথমে ছিনিয়ে নেয় । তারপর ডিজিটাল পেমেন্টের মাধ্যমে আরও 54 হাজার টাকা নেয় । মারধর করার সময় গাড়ির চালক মুন্না ও অপর এক যাত্রী পালিয়ে গেলেও এক্রামুল ও অন্য এক যাত্রীকে অপহরণ করে ওই চার দুষ্কৃতী ।

আরও পড়ুন :অসুস্থ-শয্যাশায়ী বুদ্ধদেব কি পারবেন বাম সমর্থন ফেরাতে ?

এরপরেই এক্রামুলের মোবাইল ফোন থেকে বারবার তাঁর বাড়িতে ফোন করে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করতে থাকে তারা । টাকা না দিলে এক্রামুলকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের । পুলিশ যাতে তাদের ধরতে না পারে সেজন্য বারবার এক্রামুলের মোবাইল থেকে তাঁর বাড়িতে ফোন করলেও নিজেদের জায়গা বদল করছিল দুষ্কৃতীরা । ফলে কোনওভাবেই তাদের ঠিকানা পাওয়া সম্ভব হচ্ছিল না ।

এরপর বাগডোগরা থানার পুলিশ বিহারের ওই এলাকায় গিয়ে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করার পর রবিবার রাতে একটি ভুট্টার ক্ষেত থেকে গাড়ি সহ ওই দুই অপহৃত ও দু'জন দুষ্কৃতীকে গ্রেফতার করে । এরপর সোমবার বিকেলে ট্রানজিট রিমান্ডে তাদের শিলিগুড়ি নিয়ে আসে । সোমবার আদালতে পাঠানোর পর ধৃতদের দশদিনের পুলিশি হেফাজতে নিয়েছে তদন্তকারীরা । তাদের সঙ্গে অপহরণের ঘটনায় জড়িত থাকা আরও দুই দুষ্কৃতীর উদ্দেশ্যে খোঁজ চালাচ্ছে পুলিশ । এই বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (পশ্চিম) কমিশনার কুনওয়ার ভূষণ সিং বলেন, “আমরা দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছি । অপহরণের ঘটনার তদন্ত চলছে ।”

ABOUT THE AUTHOR

...view details