পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Fake Appointment Letter: 'ভুয়ো' নিয়োগপত্র হাতে চাকরিতে যোগ দিতে এসে শ্রীঘরে ! - শিলিগুড়ি

'ভুয়ো' নিয়োগপত্র (Fake Appointment Letter) হাতে নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College and Hospital) এলেন বাবা ও ছেলে ! তারপর কী হল ?

police arrest four people with Fake Appointment Letter
Fake Appointment Letter: 'ভুয়ো' নিয়োগপত্র হাতে চাকরিতে যোগ দিতে এসে শ্রীঘরে !

By

Published : Sep 22, 2022, 6:10 PM IST

শিলিগুড়ি, 22 সেপ্টেম্বর: সরকারি চাকরিতে যোগ দিতে 'ভুয়ো' নিয়োগপত্র (Fake Appointment Letter) হাতে নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College and Hospital) হাজির বাবা ও ছেলে ! সেই নিয়োগপত্র দেখে চক্ষু চড়কগাছ হাসপাতাল কর্তৃপক্ষের ৷ প্রতারণার অভিযোগে বাবা ও ছেলেকে পুলিশের হাতে তুলে দিল তারা ৷ ঘটনায় এখনও পর্যন্ত এই দু'জন-সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের তিনদিনের জন্য পুলিশ হেফাজতে (Three Days Police Custody) পাঠানোর নির্দেশ দিয়েছে শিলিগুড়ি মহকুমা আদালত ৷

ঘটনার সূত্রপাত বুধবার ৷ ওই দিন দুপুরে উত্তর দিনাজপুর জেলার করণদিঘির বাসিন্দা শম্ভু দত্ত ও তাঁর ছেলে শুভঙ্কর দত্ত পৌঁছে যান উত্তরবঙ্গ মেডিক্যালে ৷ হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিকের কার্যালয়ে ঢুকে তাঁরা জানান, গ্রুপ ডি পদে চাকরিতে যোগ দিতে এসেছেন শুভঙ্কর ৷ তাঁদের কাছে এই কাজের 'নিয়োগপত্র'ও রয়েছে ৷ সেই নিয়োগপত্র দেখেই সন্দেহ হয় সুপারের ৷ একটু খুঁটিয়ে দেখেই তিনি বুঝে যান, ওটি আদতে জাল নথি ! এরপর বাবা ও ছেলেকে নিয়ে যাওয়া হয় অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার কার্যালয়ে ৷ তিনিও নিয়োগপত্র দেখে বুঝে যান সেটি নকল ৷

আরও পড়ুন:সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ ! মানলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান

এরপরই পুলিশে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ৷ খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় মেডিক্যাল ফাঁড়ির পুলিশ ৷ বাবা ও ছেলেকে গ্রেফতার করে তারা ৷ তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে এক ব্যক্তির নাম সামনে আসে ৷ সঞ্জয় কুমার নামে ওই ব্যক্তিও করণদিঘির বাসিন্দা ৷ তাঁকেও গ্রেফতার করে পুলিশ ৷ এরপর সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করে মেলে আরও দু'জনের নাম ৷ তাঁরা আবার শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা এলাকার বাসিন্দা ৷ এই তথ্য়ের ভিত্তিতে বাগডোগরা থেকে বাবলু রায় নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ ৷ কিন্তু, অন্য অভিযুক্ত পালিয়ে যান ৷ ইতিমধ্যেই তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার পিছনে কোনও বড় চক্র রয়েছে ৷ এদিকে, ধৃত চারজনকেই বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক জামিনের আবেদন খারিজ করে তাঁদের সকলকেই তিনদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুভঙ্কর দত্তকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গ্রুপ ডি পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাড়ে চার লক্ষ টাকা দাবি করেছিল প্রতারকরা ৷ এর মধ্যে সঞ্জয় কুমারকে আড়াই লক্ষ টাকা অগ্রিম দিয়েছিলেন শুভঙ্কর ৷ বিনিময়ে পেয়েছিলেন ভুয়ো নিয়োগপত্র ৷ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত এই প্রসঙ্গে বলেন, "সাধারণ মানুষ ও চাকরিপ্রার্থীদের আরও সচেতন হতে হবে ৷ কাউকে টাকা দিয়ে সরকারি চাকরি পাওয়া যায় না। এটা মানুষকে বুঝতে হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details