পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

হেলিপ্যাডের অনুমোদন না মেলায় দার্জিলিঙে অনিশ্চিত রাহুলের সভা - রাহুল গান্ধি

দার্জিলিঙে রাহুলে সভা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। হেলিপ্যাডের অনুমোদন না মেলায় বাতিল হতে পারে সভা জানালেন দার্জিলিং কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শংকর মালাকার।

শংকর মালাকার

By

Published : Apr 12, 2019, 9:13 PM IST

Updated : Apr 13, 2019, 12:02 AM IST

শিলিগুড়ি, 12 এপ্রিল : 14 এপ্রিল শিলিগুড়ির দাগাপুরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির নির্বাচনী সভা হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে হেলিপ্যাডের অনুমোদন না মেলায় সেই সভা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আগামী 18 এপ্রিল দার্জিলিং লোকসভা কেন্দ্রে নির্বাচন। দার্জিলিঙে কংগ্রেসের টিকিটে এবারের প্রার্থী শংকর মালাকার। এই আসনে জয় নিশ্চিত করতেই রাহুল গান্ধির সভার আয়োজন করেছিল দার্জিলিং জেলা কংগ্রেস। নিয়মানুযায়ী অনলাইনে আবেদনও জমা করেছিল। যদিও শেষ মুহূর্তে হেলিপ্যাডের অনুমোদন না মেলায় বাতিল হওয়ার মুখে রাহুলের সভা।

আজ দার্জিলিং জেলা কংগ্রেসের দলীয় কার্যালয় বিধানভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দলীয় প্রার্থী শংকর মালাকার। তিনি জানান, রাহুল গান্ধির হেলিকপ্টার নামার জন্য পুলিশ কমিশনারেটের মাঠের অনুমোদন চাওয়া হয়েছিল। কিন্তু সভার মাত্র 48 ঘণ্টা আগে মৌখিকভাবে জানানো হয়েছে যে সেখানে হেলিকপ্টার নামানো যাবে না। শংকর জানান, এই বিষয়ে যদি তাঁদের আগে জানানো হত তবে তাঁরা অন্য কোনও মাঠের কথা ভাবতেন। যদিও কেন ওই মাঠে হেলিকপ্টার নামানো যাবে না তা জানানো হয়নি। হাতে বেশি সময় নাই। তাই যদি অনুমোদন না মেলে তবে শেষমেশ সভা বাতিল করা ছাড়া উপায় নেই।

ভিডিয়োয় শুনুন শংকর মালাকারের বক্তব্য

শংকরবাবুর অভিযোগ, "আমরা যেখানেই সভা বা র‍্যালি করার কথা জানাচ্ছি, সেখানে ইচ্ছে করেই সমস্যা তৈরি করা হচ্ছে। একমাত্র মুখ্যমন্ত্রী বাদে বাকি সব বিরোধীদের ক্ষেত্রে এই রকম করা হচ্ছে। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হব।"

Last Updated : Apr 13, 2019, 12:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details