পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

গজলডোবায় মন্ত্রীকে গো ব্যাক স্লোগান, দেখানো হল কালো পতাকা

গজলডোবায় পর্যটন মন্ত্রী গৌতম দেবের গাড়ি ঘিরে বিক্ষোভ । "জয়শ্রীরাম" ধ্বনি তোলে অনিচ্ছুক কৃষকরা । বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন গৌতম দেব । কিন্তু, আন্দোলনকারীরা কথা বলতে রাজি হয়নি । এরপরই কথা না বলে বেরিয়ে যান গৌতম দেব ।

মন্ত্রী গৌতম দেবের গাড়ি ঘিরে বিক্ষোভ

By

Published : Jun 7, 2019, 2:05 PM IST

Updated : Jun 7, 2019, 3:13 PM IST

গজলডোবা , 7 জুন : গজলডোবায় পর্যটন মন্ত্রী গৌতম দেবের গাড়ি ঘিরে বিক্ষোভ অনিচ্ছুক কৃষকদের । মন্ত্রীকে গাড়ি থেকে নামতে দেখেই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় কৃষকরা । "জয়শ্রীরাম" ধ্বনি তোলে । মন্ত্রীকে দেখে গো-ব্যাক স্লোগান দেয় । দেখানো হয় কালো পতাকা ।

গজলডোবায় কয়েক একর জমিতে পর্যটকদের জন্য হেলিপ্যাড তৈরির কাজ শুরু করেছিল প্রশাসন । জমিটিকে খুঁটি দিয়ে ঘিরে ফেলা হয়েছিল । কিন্তু অভিযোগ, এই কাজের কথা প্রশাসনের তরফে কৃষকদের জানানো হয়নি । এইভাবে জমি অধিগ্রহণের জন্য গত কয়েকদিন ধরেই এলাকায় নীরবে আন্দোলন চালাচ্ছিল ভূমিরক্ষা কমিটি । কিন্তু কোনও সুরাহা না হওয়ায় বৈঠক করে স্থানীয় কৃষকরা । সেই বৈঠকে BJP-র কিষানসভার রাজ্য নেতারাও উপস্থিত ছিলেন । সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় অধিগৃহীত জমি থেকে খুঁটি উপড়ে চাষবাস শুরু করা হবে । 4 জুন খুঁটিগুলি উপড়ে ফেলতে গেলে তাদের বাধা দেয় পুলিশ । এরপরই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে কৃষকদের একাংশ ।

আজ এই প্রসঙ্গেই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে এসেছিলেন গৌতমবাবু । কিন্ত আন্দোলনকারীরা কথা বলতে চায়নি । তারা মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখায় । বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন গৌতম দেব । কিন্তু, আন্দোলনকারীরা কথা বলতে রাজি হয়নি । এরপরই কথা না বলে বেরিয়ে যান গৌতম দেব ।

ভিডিয়োয় দেখুন
BJP-র কিষানসভার নেতা নব্যেন্দু সরকার বলেন, "খাস জমি নেওয়া হচ্ছে ঠিকই । কিন্তু ওই জমিতে যারা থাকে তাদের অনেকেরই পাট্টা আছে । তাছাড়া কৃষকেরা ওখানে চাষবাস করে । তাই ক্ষতিপূরণ ছাড়া জমি নিয়ে হেলিপ্যাড নির্মাণ করতে দেব না । আজ মন্ত্রীকে বিক্ষোভ দেখলাম । আগামী 10 তারিখ ফের জমিতে যাব আমরা । পাশাপাশি জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চেও মামলা করব ।"
Last Updated : Jun 7, 2019, 3:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details