পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কলকাতার ধাঁচে এবার শিলিগুড়িতে গড়ে উঠতে চলেছে পেইড COVID হাসপাতাল

অনেকেই চাইছেন বেসরকারি পদ্ধতিতে কোরোনা চিকিৎসা করাতে । সেই কারণে কলকাতার ধাঁচে এবার শিলিগুড়িতে গড়ে উঠতে চলেছে পেইড COVID হাসপাতাল

ছবি
ছবি

By

Published : Jun 9, 2020, 12:13 PM IST

শিলিগুড়ি, 9 জুনঃ সরকারি খরচে নয়, নিজের টাকা খরচ করে কোরোনা চিকিৎসা পরিষেবা পেতে চাইছেন অনেকেই। উত্তরবঙ্গে কোরোনা মোকাবিলায় নিযুক্ত OSD সুশান্ত কুমার রায়ের গোচরে এসেছে বিষয়টি। এরপরেই কলকাতার ধাঁচে শিলিগুড়িতেও একটি পেইড COVID হাসপাতাল গড়ে তোলার বিষয়ে পদক্ষেপ করতে শুরু করেছেন তিনি।

কোরোনা মোকাবিলায় শিলিগুড়ি শহর সংলগ্ন মাটিগাড়া এলাকায় কোরোনা হাসপাতাল গড়ে তোলা হয়েছিল শুরুতেই। এরপর পরিস্থিতির সাপেক্ষে পৃথক একটি কোরোনা হাসপাতাল গড়ে তোলা হয় শিলিগুড়িতে । অন্যদিকে বেড সংখ্যা বাড়ানো হয় মাটিগাড়ায় অবস্থিত কোরোনা হাসপাতালের। এবার পেইড কোরোনা হাসপাতাল গড়ে তোলার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ করতে চলেছে রাজ্য।

এদিন জরুরিকালীন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে OSD সুশান্ত কুমার রায় বলেন, “অনেকেই চাইছেন পয়সা খরচ করে চিকিৎসা পরিষেবা পেতে। সেক্ষেত্রে কলকাতার ধাঁচে একটি পেইড হাসপাতাল গড়ে তুলতে চাই শিলিগুড়িতে। সে বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তাকে বলা হয়েছে বিভিন্ন কর্পোরেট সংস্থা সহ নার্সিংহোমগুলির সঙ্গে কথা বলতে। কী তাদের স্থিতি লিখিত আকারে আমাকে জানালে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।"

ABOUT THE AUTHOR

...view details