শিলিগুড়ি, 26 এপ্রিল : উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল করোনার চিকিৎসার মূল ভরসা উত্তরবঙ্গের জেলা মানুষের কাছে । আর তাই চিকিৎসার পরিষেবা ঠিক রাখতে অক্সিজেন প্লান্ট বসানোর উদ্যোগ নিল হাসপাতাল কর্তৃপক্ষ । সোমবার হাসপাতালে চিকিৎসার পরিসেবা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন গৌতম দেব । হাসপাতালের তরফে দ্রুত টেলি মেডিসিন চালু করার বিষয়েও আলোচনা হয়েছে ।
জানা গিয়েছে, হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসানোর বিষয়টি জানিয়ে ইতিমধ্যে স্বাস্থ্য দফতরে চিঠি দিয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে 2018 সালেও অক্সিজেন প্লান্ট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের তরফে । কিন্তু সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি । এবার করোনা আবহে অক্সিজেনের পরিষেবা স্বাভাবিক রাখতেই প্লান্ট তৈরি করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব । সেই সঙ্গে শিলিগুড়ি পৌরনিগমের তরফে করোনার চিকিৎসার পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি ।