পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

উত্তরবঙ্গ মেডিকেল কলেজে করোনা চিকিৎসার জন্য অক্সিজেন প্লান্ট বসানোর উদ্যোগ - অক্সিজেন প্লান্ট

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে অক্সিজেন প্লান্ট বসানোর পরিকল্পনা নিল হাসপাতাল কর্তৃপক্ষ ৷ আজ সে নিয়ে রাজ্যের স্বাস্থ্য় দফতরকে একটি চিঠিও পাঠানো হয়েছে হাসপাতালের তরফে ৷

Oxygen plant for corona treatment at North Bengal Medical College and hospital
উত্তরবঙ্গ মেডিকেল কলেজে করোনা চিকিৎসার জন্য বসে অক্সিজেন প্লান্ট

By

Published : Apr 26, 2021, 6:51 PM IST

শিলিগুড়ি, 26 এপ্রিল : উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল করোনার চিকিৎসার মূল ভরসা উত্তরবঙ্গের জেলা মানুষের কাছে । আর তাই চিকিৎসার পরিষেবা ঠিক রাখতে অক্সিজেন প্লান্ট বসানোর উদ্যোগ নিল হাসপাতাল কর্তৃপক্ষ । সোমবার হাসপাতালে চিকিৎসার পরিসেবা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন গৌতম দেব । হাসপাতালের তরফে দ্রুত টেলি মেডিসিন চালু করার বিষয়েও আলোচনা হয়েছে ।

জানা গিয়েছে, হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসানোর বিষয়টি জানিয়ে ইতিমধ্যে স্বাস্থ্য দফতরে চিঠি দিয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে 2018 সালেও অক্সিজেন প্লান্ট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের তরফে । কিন্তু সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি । এবার করোনা আবহে অক্সিজেনের পরিষেবা স্বাভাবিক রাখতেই প্লান্ট তৈরি করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব । সেই সঙ্গে শিলিগুড়ি পৌরনিগমের তরফে করোনার চিকিৎসার পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি ।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজে করোনা চিকিৎসার জন্য বসে অক্সিজেন প্লান্ট

আরও পড়ুন : শিলিগুড়ির বাজারে করোনাবিধির নজরদারিতে ভলান্টিয়ার ও জয়েন্ট মনিটরিং টিম

পৌরনিগমের তরই থেকে প্রথমবার করোনা সংক্রমণের সময় সংক্রমিত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল ৷ এমনকি সংক্রমণে মৃতদের শেষকৃত্য পর্যন্ত যাবতীয় দায়িত্ব পালন করেছিল শিলিগুড়ি পৌরনিগম । কিন্তু, বর্তমানে নির্বাচিত বোর্ড না থাকায় সেই পরিষেবা সম্পূর্ণ থমকে রয়েছে । ফলে বিপাকে পড়তে হচ্ছে শিলিগুড়ির বাসিন্দাদের । সেই সমস্যা সমাধানেও পৌরনিগমের প্রশাসক ও আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন বলে জানান গৌতম দেব ৷

ABOUT THE AUTHOR

...view details