পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

North Bengal Dental College নোটিশ ছাড়াই বন্ধ হস্টেলের গেট, রাত থেকে বিক্ষোভে উত্তরবঙ্গ ডেন্টাল কলেজের পড়ুয়ারা - বিক্ষোভে উত্তরবঙ্গ ডেন্টাল কলেজের পড়ুয়ারা

কোনও রকম আগাম সূচনা ছাড়াই রাতে হস্টেলের গেট বন্ধ করে দেওয়ায় বিক্ষোভ উত্তরবঙ্গ ডেন্টাল কলেজ ও হাসপাতালে (North Bengal Dental College) ৷ রাতভর ধরনার পর, আজ সকালেও বিক্ষোভে সামিল হয়েছেন বহু আবাসিক এবং পড়ুয়া (Over Night Student Protests ৷) অভিযোগ কর্তৃপক্ষ এ নিয়ে পড়ুয়াদের সঙ্গে কোনও কথাই বলছে না ৷ এমনকি হস্টেলের নিম্নমানে খাবার খেতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে ৷

over-night-student-protests-in-north-bengal-dental-college
over-night-student-protests-in-north-bengal-dental-college

By

Published : Aug 26, 2022, 9:11 PM IST

শিলিগুড়ি, 26 অগস্ট: আগে থেকে না জানিয়ে আচমকা হস্টেলের গেট বন্ধ করে দিল উত্তরবঙ্গ ডেন্টাল কলেজ ও হাসপাতাল (North Bengal Dental College) কর্তৃপক্ষ ৷ আর তারই প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকে ধরনায় বসে আবাসিকরা (Over Night Student Protests) ৷ বৃহস্পতিবার রাতের ঘটনায়, শুক্রবার সকাল থেকে ওই আন্দোলনে আরও পড়ুয়া এবং আবাসিকরা সামিল হয়েছেন ৷ বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গিয়েছে পঠনপাঠন ৷

ডেন্টাল কলেজের হস্টেলের আবাসিক এবং ডাক্তারি পড়ুয়াদের অভিযোগ, হোস্টেলের খাবারের গুণগতমান অন্ত্যন্ত খারাপ ৷ পাশাপাশি, অনেক আন্দোলনের পর রাতে হস্টেলের গেট বন্ধ করার সময় 10টা থেকে বাড়িয়ে 11টা করা হয়েছিল ৷ কিন্তু, পড়ুয়াদের আগাম না জানিয়ে আচমকা এ দিন নতুন নিয়ম করে রাত সাড়ে ন’টায় গেট আটকে দেওয়া হয় বলে অভিযোগ ৷ ফলে অনেক আবাসিক গেটের বাইরে বেরিয়ে যায় ৷ একাধিকবার নিরাপত্তরক্ষীদের ডাকাডাকির পরেও গেট খোলা হয় না ৷ প্রতিবাদে গেটের বাইরে ধরনায় বসে পড়েন বাইরে থাকা পড়ুয়ারা (Student Protests in North Bengal Dental College) ৷ অভিযোগ এ দিন সকালেও এ নিয়ে কোনও সদুত্তর পাননি পড়ুয়া এবং আবাসিকরা ৷ যার পরেই শুক্রবার সকাল থেকে ফের আন্দোলনে বসে পড়েন পড়ুয়া এবং আবাসিকরা ৷

আবাসিক ছাত্রী সুতপা দাস অভিযোগ করেন, ‘‘কলেজের মেসের খাবারের মান দিন দিন খারাপ হচ্ছে ৷ মাঝে মধ্যেই খাবারের মধ্যে পোকা পাওয়া যায় ৷ একাধিকবার কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও অবস্থার উন্নতি হয়নি ৷ সেজন্য অধিকাংশ আবাসিকই বাইরে গিয়ে হোটেলে খেয়ে আসে ৷ এ দিনও তাঁরা খাওয়ার জন্য গিয়েছিলেন ৷ ফিরে দেখে গেট বন্ধ ৷’’

রাত থেকে বিক্ষোভে উত্তরবঙ্গ ডেন্টাল কলেজের পড়ুয়ারা

আরও পড়ুন:মাদ্রাসায় ভূতুড়ে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বহিষ্কারের দাবিতে অভিভাবক ও পড়ুয়াদের বিক্ষোভ

আরেক পড়ুয়া শ্রেয়া দত্ত অভিযোগ করেছেন, ‘‘আচমকা কর্তৃপক্ষ হস্টেলের খাবার নেওয়া বাধ্যতামূলক বলে জানিয়ে দেয় ৷ প্রায় সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে আবাসিকদের হস্টেলেরই খাবার খেতে হবে বলে বাধ্যতামূলক বলে জানানো হয়েছে ৷ আমরা এই ধরনের সিদ্ধান্ত মানি না ৷ এর পর আমরা ধর্নায় নামলে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে ৷ নিকৃষ্টমানের উক্তি করছে কলেজ কর্তৃপক্ষ ৷ এই সব সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে কলেজ কর্তৃপক্ষকে ৷ না হলে আমাদের আন্দোলন চলবে ৷’’ যদিও, বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তারা কোনও মন্তব্য করতে চায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details