শিলিগুড়ি, 26 অগস্ট: আগে থেকে না জানিয়ে আচমকা হস্টেলের গেট বন্ধ করে দিল উত্তরবঙ্গ ডেন্টাল কলেজ ও হাসপাতাল (North Bengal Dental College) কর্তৃপক্ষ ৷ আর তারই প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকে ধরনায় বসে আবাসিকরা (Over Night Student Protests) ৷ বৃহস্পতিবার রাতের ঘটনায়, শুক্রবার সকাল থেকে ওই আন্দোলনে আরও পড়ুয়া এবং আবাসিকরা সামিল হয়েছেন ৷ বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গিয়েছে পঠনপাঠন ৷
ডেন্টাল কলেজের হস্টেলের আবাসিক এবং ডাক্তারি পড়ুয়াদের অভিযোগ, হোস্টেলের খাবারের গুণগতমান অন্ত্যন্ত খারাপ ৷ পাশাপাশি, অনেক আন্দোলনের পর রাতে হস্টেলের গেট বন্ধ করার সময় 10টা থেকে বাড়িয়ে 11টা করা হয়েছিল ৷ কিন্তু, পড়ুয়াদের আগাম না জানিয়ে আচমকা এ দিন নতুন নিয়ম করে রাত সাড়ে ন’টায় গেট আটকে দেওয়া হয় বলে অভিযোগ ৷ ফলে অনেক আবাসিক গেটের বাইরে বেরিয়ে যায় ৷ একাধিকবার নিরাপত্তরক্ষীদের ডাকাডাকির পরেও গেট খোলা হয় না ৷ প্রতিবাদে গেটের বাইরে ধরনায় বসে পড়েন বাইরে থাকা পড়ুয়ারা (Student Protests in North Bengal Dental College) ৷ অভিযোগ এ দিন সকালেও এ নিয়ে কোনও সদুত্তর পাননি পড়ুয়া এবং আবাসিকরা ৷ যার পরেই শুক্রবার সকাল থেকে ফের আন্দোলনে বসে পড়েন পড়ুয়া এবং আবাসিকরা ৷