শিলিগুড়ি, ১৯ ডিসেম্বর : শিলিগুড়িতে ফের ATM থেকে উদ্ধার স্কিমার ৷ এবার শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকার চম্পাসারির এক ATM থেকে উদ্ধার হয় স্কিমারটি ৷ আজ সকালে এক ব্যক্তি টাকা তুলতে গিয়ে ATM-এ লাগানো স্কিমারটি দেখতে পান ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে স্কিমারটি উদ্ধার করে ৷ ঘটনার তদন্তে নেমে পুলিশের তরফে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে ওই ATM কাউন্টারের CCTV ফুটেজ চেয়ে পাঠিয়েছে ৷
শিলিগুড়িতে ফের ATM থেকে উদ্ধার স্কিমার - skimmer found in atm
প্রধাননগর থানা এলাকার চম্পাসারির এক ATM থেকে উদ্ধার হয় স্কিমারটি ৷ আজ সকালে এক ব্যক্তি টাকা তুলতে গিয়ে ATM-এ লাগানো স্কিমারটি দেখতে পান ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷
স্কিমার উদ্ধার
এর আগে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক এলাকায় এক ATM কাউন্টার থেকে স্কিমার উদ্ধার করে পুলিশ ৷ তবে এখনও পর্যন্ত সেই ঘটনায় কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি ৷ দুটি ঘটনায় একই চক্র জড়িত থাকতে পারে বলে অনুমান করেছে পুলিশের একাংশ ৷
কে বা কারা ওই ATM-এ স্কিমার লাগিয়েছিল ইতিমধ্যে তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তদন্ত করছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অধীন সাইবার ক্রাইম থানা ৷