পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মোদির পর মমতা, ফের একবার 'উদ্বোধন'-এর অপেক্ষায় সার্কিট বেঞ্চ - chief justice

জলপাইগুড়িতে ফের কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হাইকোর্টের প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতিরাও।

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ

By

Published : Mar 8, 2019, 5:45 PM IST

জলপাইগুড়ি ও শিলিগুড়ি, ৮ মার্চ : জলপাইগুড়িতে ফের কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হাইকোর্টের প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতিরাও। অন্যদিকে BJP-র অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একবার উদ্বোধন করেছেন। তাই দ্বিতীয়বার আর উদ্বোধন হতে পারে না। মানুষকে বিভ্রান্ত করছে রাজ্য সরকার।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ময়নাগুড়িতে এসেছিলেন প্রধানমন্ত্রী। ময়নাগুড়ি চূড়াভাণ্ডারের অনুষ্ঠান মঞ্চ থেকেই সার্কিট বেঞ্চের উদ্বোধন করেছিলেন তিনি। রাজ্যকে এড়িয়ে এই উদ্বোধন করা হয়েছিল তাই পুনরায় সরকারি উদ্যোগে ফের উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে BJP নেতা ও আইনজীবী গৌতম পালের বক্তব্য, "আগামীকাল জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের কার্যপ্রণালী শুরু হতে চলেছে। ভারতের সংবিধান অনুযায়ী সার্কিট বেঞ্চ কবে, কোথায় গঠন করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবার অধিকার আছে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের। তাই প্রধানমন্ত্রী এসে আনুষ্ঠানিক উদ্বোধন করে গেছেন। উদ্বোধন একবারই হয়। যা হয়ে গেছে। তাই রাজ্য সরকার বললেও দ্বিতীয়বার উদ্বোধন হতে পারে না। কালকের অনুষ্ঠানের মাধ্যমে সার্কিট বেঞ্চের কার্যপ্রণালী শুরু করা হবে। এই অনুষ্ঠানকে উদ্বোধনী অনুষ্ঠান বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।"

অন্যদিকে, সার্কিট বেঞ্চের আগামীকালের অনুষ্ঠান বয়কট করেছেন শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতি গঙ্গোত্রী দত্ত বলেন, "প্রথমে হাইকোর্টের রেজিস্ট্রারের তরফে চিঠি দিয়ে শুধুমাত্র সম্পাদককে আমন্ত্রণ করা হয়েছিল। পরে সভাপতি, সম্পাদকসহ বাকি সদস্যদেরও আমন্ত্রণ করা হয়। কিন্তু একটি মাত্র আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। যা দেখিয়ে একজনই প্রবেশ করতে পারবেন। তাই আমরা অনুষ্ঠান বয়কট করেছি।" তাঁর আরও অভিযোগ, "আইনজীবীদের মধ্যে যাঁরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত তাঁরা প্রত্যেকে আলাদা করে আমন্ত্রণপত্র পেয়েছেন।" আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বার অ্যাসোসিয়েশনেরও একই অভিযোগ।

তবে, সার্কিট বেঞ্চের উদ্বোধন উপলক্ষ্যে জলপাইগুড়িতে প্রস্তুতি তুঙ্গে। রাস্তায় যানযট এড়াতে থাকছে পুলিশের কুইক রেসপন্স টিম। VIP কনভয় যে সব রাস্তা দিয়ে যাবে সেগুলিতে বাড়তি নজরদারির ব্যবস্থা রাখা হচ্ছে। আজ বিকেলের বিমানে শিলিগুড়ি পৌঁছানোর কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর সঙ্গে থাকবেন মন্ত্রিসভার একাধিক সদস্যও। ঘড়ি ধরে প্রথা মেনে আগামীকাল সার্কিট বেঞ্চের কাজ শুরু করা হবে। সূত্রের খবর, উদ্বোধনের পর প্রথম কাজের দিনে সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে বসবেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার।

ABOUT THE AUTHOR

...view details