জলপাইগুড়ি ও শিলিগুড়ি, ৮ মার্চ : জলপাইগুড়িতে ফের কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হাইকোর্টের প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতিরাও। অন্যদিকে BJP-র অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একবার উদ্বোধন করেছেন। তাই দ্বিতীয়বার আর উদ্বোধন হতে পারে না। মানুষকে বিভ্রান্ত করছে রাজ্য সরকার।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ময়নাগুড়িতে এসেছিলেন প্রধানমন্ত্রী। ময়নাগুড়ি চূড়াভাণ্ডারের অনুষ্ঠান মঞ্চ থেকেই সার্কিট বেঞ্চের উদ্বোধন করেছিলেন তিনি। রাজ্যকে এড়িয়ে এই উদ্বোধন করা হয়েছিল তাই পুনরায় সরকারি উদ্যোগে ফের উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে BJP নেতা ও আইনজীবী গৌতম পালের বক্তব্য, "আগামীকাল জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের কার্যপ্রণালী শুরু হতে চলেছে। ভারতের সংবিধান অনুযায়ী সার্কিট বেঞ্চ কবে, কোথায় গঠন করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবার অধিকার আছে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের। তাই প্রধানমন্ত্রী এসে আনুষ্ঠানিক উদ্বোধন করে গেছেন। উদ্বোধন একবারই হয়। যা হয়ে গেছে। তাই রাজ্য সরকার বললেও দ্বিতীয়বার উদ্বোধন হতে পারে না। কালকের অনুষ্ঠানের মাধ্যমে সার্কিট বেঞ্চের কার্যপ্রণালী শুরু করা হবে। এই অনুষ্ঠানকে উদ্বোধনী অনুষ্ঠান বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।"