শিলিগুড়ি, 28 সেপ্টেম্বর: দীর্ঘ বিতর্ক আর টালবাহানার পর অবশেষে উত্তরবঙ্গ বিশ্ববিদ্য়ালয়ের (North Bengal University) উপাচার্য (Vice Chancellor) পদ থেকে বহিষ্কার করা হল সুবীরেশ ভট্টাচার্যকে (Subiresh Bhattacharya) ৷ তাঁর স্থলাভিষিক্ত হলেন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রবীণ রাজনীতিক ওমপ্রকাশ মিশ্র (Omprakash Mishra) ৷ একইসঙ্গে দার্জিলিং হিলস ইউনিভার্সিটির (Darjeeling Hills University) উপাচার্য পদও সামলাতে হবে ওমপ্রকাশকে ৷ মূলত রাজনীতির কারবারি হিসাবে লোকে ওমপ্রকাশকে চিনলেও শিক্ষকতা বা অধ্যাপনার সঙ্গে তাঁর সম্পর্ক নতুন নয় ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠানেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে ওমপ্রকাশের ৷
সূত্রের খবর, আগামী তিন মাসের জন্য ওমপ্রকাশ মিশ্রকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্য পদে নিয়োগ করেছে রাজ্য সরকার ৷ ওমপ্রকাশের জন্ম হয়েছিল মালবাজারে ৷ পরবর্তীকালে উচ্চশিক্ষার জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও করেছেন তিনি ৷ আজ সেই প্রতিষ্ঠানেরই দায়িত্ব তাঁর কাঁধে তুলে দিল সরকার ৷ উল্লেখ্য, ওমপ্রকাশের এই উত্তরবঙ্গ সংযোগের জন্যই একুশের বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি কেন্দ্রে তাঁকে তৃণমূলের প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু, বিজেপি-এর তরুণ নেতা শংকর ঘোষের কাছে তাঁকে পরাজিত হতে হয় ৷ বুধবার ইটিভি ভারতের তরফ থেকে ওমপ্রকাশের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ নতুন দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, "আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি যথাসাধ্য পূরণ করার চেষ্টা করব ৷ খুব দ্রুত আমি দায়িত্বভার গ্রহণ করব ৷"