পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

North Bengal University: অবশেষে অপসারিত সুবীরেশ, জোড়া উপাচার্যের দায়িত্বে ওমপ্রকাশ - সুবীরেশ ভট্টাচার্য

অবশেষে উত্তরবঙ্গ বিশ্ববিদ্য়ালয়ের (North Bengal University) উপাচার্য (Vice Chancellor) পদ থেকে বহিষ্কার করা হল সুবীরেশ ভট্টাচার্যকে (Subiresh Bhattacharya) ৷ তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল ওমপ্রকাশ মিশ্রকে (Omprakash Mishra) ৷

Omprakash Mishra replaces Subiresh Bhattacharya as Vice Chancellor of North Bengal University
North Bengal University: অবশেষে অপসারিত সুবীরেশ, দায়িত্বে এলেন ওমপ্রকাশ

By

Published : Sep 28, 2022, 7:43 PM IST

Updated : Sep 28, 2022, 8:11 PM IST

শিলিগুড়ি, 28 সেপ্টেম্বর: দীর্ঘ বিতর্ক আর টালবাহানার পর অবশেষে উত্তরবঙ্গ বিশ্ববিদ্য়ালয়ের (North Bengal University) উপাচার্য (Vice Chancellor) পদ থেকে বহিষ্কার করা হল সুবীরেশ ভট্টাচার্যকে (Subiresh Bhattacharya) ৷ তাঁর স্থলাভিষিক্ত হলেন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রবীণ রাজনীতিক ওমপ্রকাশ মিশ্র (Omprakash Mishra) ৷ একইসঙ্গে দার্জিলিং হিলস ইউনিভার্সিটির (Darjeeling Hills University) উপাচার্য পদও সামলাতে হবে ওমপ্রকাশকে ৷ মূলত রাজনীতির কারবারি হিসাবে লোকে ওমপ্রকাশকে চিনলেও শিক্ষকতা বা অধ্যাপনার সঙ্গে তাঁর সম্পর্ক নতুন নয় ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠানেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে ওমপ্রকাশের ৷

সূত্রের খবর, আগামী তিন মাসের জন্য ওমপ্রকাশ মিশ্রকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্য পদে নিয়োগ করেছে রাজ্য সরকার ৷ ওমপ্রকাশের জন্ম হয়েছিল মালবাজারে ৷ পরবর্তীকালে উচ্চশিক্ষার জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও করেছেন তিনি ৷ আজ সেই প্রতিষ্ঠানেরই দায়িত্ব তাঁর কাঁধে তুলে দিল সরকার ৷ উল্লেখ্য, ওমপ্রকাশের এই উত্তরবঙ্গ সংযোগের জন্যই একুশের বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি কেন্দ্রে তাঁকে তৃণমূলের প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু, বিজেপি-এর তরুণ নেতা শংকর ঘোষের কাছে তাঁকে পরাজিত হতে হয় ৷ বুধবার ইটিভি ভারতের তরফ থেকে ওমপ্রকাশের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ নতুন দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, "আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি যথাসাধ্য পূরণ করার চেষ্টা করব ৷ খুব দ্রুত আমি দায়িত্বভার গ্রহণ করব ৷"

আরও পড়ুন:পুজোর দিনে পার্থ, সুবীরেশদের পাতে পড়বে মাটনের নানা পদ !

ওমপ্রকাশের পূর্বসূরি সুবীরেশ ভট্টাচার্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে থাকাকালীন নানা বিতর্ক হয়েছিল ৷ যার মধ্যে অন্যতম রাজ্য়ের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের পিএইচডি ডিগ্রি লাভ ৷ এছাড়াও, সুবীরেশ এসএসসি-এর চেয়ারম্য়ান থাকাকালীনই শিক্ষক নিয়োগে দুর্নীতি হয় বলে অভিযোগ ৷ সেই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই সুবীরেশকে গ্রেফতার করেছে সিবিআই ৷ অন্যদিকে, ইডি-এর হাতে গ্রেফতার হতে হয়েছে পার্থ চট্টোপাধ্য়ায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়কেও ৷

অপা-এর গ্রেফতারির পর থেকেই সুবীরেশকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অপসারণের দাবি উঠছিল নানা মহলে ৷ এমনকী, তদন্তের কাজে বিশ্ববিদ্যালয়ের অন্দরেও ঢুকে পড়ে সিবিআই ৷ চলে তল্লাশি ৷ শেষমেশ উপাচার্যকে গ্রেফতার হতে হয় ৷ বাংলার ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন বলেই দাবি করছে ওয়াকিবহাল মহল ৷ তাদের ব্যাখ্য়া, প্রবল চাপের মুখে সুবীরেশ উপাচার্যকে পদ থেকে সরাতে বাধ্য হল রাজ্যের সরকার ৷

Last Updated : Sep 28, 2022, 8:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details