পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অভিযানে গিয়ে মার খেলেন আবগারি দপ্তরের OC - নকল মদের তদন্ত

শুক্রবার সকালে পাড়াগাছি এলাকায় আবগারি দপ্তর অভিযান চালায় । দপ্তরের কাছে খবর ছিল 10 থেকে 15 টি 200 লিটারের ড্রামে সেখানে মদ তৈরির জন্য স্পিরিট মজুত করা হবে ৷ কিন্তু দপ্তরের কর্মীরা ঘটনাস্থানে গেলে তাঁদের ঘিরে ধরে দুষ্কৃতীরা । তারা গাড়ি ভাঙচুর করার পাশাপাশি সঞ্জয়বাবু এবং গাড়ির চালককে মারধর করে মাথা ফাটিয়ে দেয় ৷

OC was beaten for fake alcohol investigation
নকল মদের তদন্তে গিয়ে মার খেলেন OC

By

Published : Dec 13, 2019, 7:53 PM IST

বিধাননগর (শিলিগুড়ি), 13 ডিসেম্বর: নকল মদ বিক্রি বন্ধে অভিযানে গিয়ে আক্রান্ত হলেন আবগারি দপ্তরের OC সঞ্জয় কুমার চক্রবর্তী ৷ ভাঙচুর করা হল দপ্তরের গাড়ি । ঘটনাটি শিলিগুড়ি মহকুমার বিধাননগর এলাকার ।

সঞ্জয়বাবু জানান, শুক্রবার সকালে পাড়াগাছি এলাকায় আবগারি দপ্তর অভিযান চালায় । দপ্তরের কাছে খবর ছিল 10 থেকে 15 টি 200 লিটারের ড্রামে সেখানে মদ তৈরির জন্য স্পিরিট মজুত করা হবে ৷ কিন্তু দপ্তরের কর্মীরা ঘটনাস্থানে গেলে তাঁদের ঘিরে ধরে দুষ্কৃতীরা । তারা গাড়ি ভাঙচুর করার পাশাপাশি সঞ্জয়বাবু এবং গাড়ির চালককে মারধর করে মাথা ফাটিয়ে দেয় ৷ দপ্তরের কর্মীরা এরপর বিধাননগর থানায় গিয়ে অভিযোগ জানান ৷ অভিযোগ পেয়ে পাড়াগাছিতে বিধাননগর থানার পুলিশ অভিযান চালায় ৷ কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়েছে ৷

নকল মদের তদন্তে গিয়ে মার খেলেন OC

সঞ্জয়বাবু জানান, দুই দিন আগেও ওই এলাকায় আবগারি দপ্তর অভিযান চালিয়েছিল । সেই অভিযানে প্রায় 810 লিটার নকল বিদেশি মদ সহ 200 লিটার স্পিরিট উদ্ধার হয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details