শিলিগুড়ি, 20 সেপ্টেম্বর: 21 ও 22 সেপ্টেম্বর উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (North Bengal visit of CM Mamata Banerjee) । কিন্তু তাঁর সেই সফর আপাতত স্থগিত থাকছে বলে নবান্নের তরফে জানানো হয়েছে ৷ সূত্রের খবর লক্ষ্মীপুজোর পর উত্তরবঙ্গে যেতে পারেন মুখ্যমন্ত্রী ৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার সিবিআই গ্রেফতার করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে ৷ তারপরেই মুখ্যমন্ত্রীর এই সফর বাতিলকে কটাক্ষ করেছে বিরোধীরা ৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সফরকে কেন্দ্র করে তৎপরতা শুরু হয়েছিল পুলিশ ও প্রশাসনিক মহলে । সভাস্থল চূড়ান্ত না-হলেও শিলিগুড়ির বাঘাযতীন পার্ক, উত্তরকন্যা ও বাগডোগরার উত্তরা ময়দান প্রাথমিকভাবে ঠিক হয়েছিল মুখ্যমন্ত্রীর সভার জন্য ৷ কিন্তু তার মাঝেই স্থগিত হল তাঁর কর্মসূচি ৷ তবে বিরোধীরা কটাক্ষ করলেও মুখ্যমন্ত্রীর সফর বাতিলের পিছনে উপাচার্যের গ্রেফতারির কোনও যোগ নেই বলেই দাবি শাসকদল তৃণমূলের (CM North Bengal tour postponed) ৷
আরও পড়ুন:এসএসসি দুর্নীতিকাণ্ডে সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করল সিবিআই