শিলিগুড়ি, 10 অগস্ট: দার্জিলিং মেল নিউ জলপাইগুড়ির পরিবর্তে হলদিবাড়ি স্টেশন থেকে চালানোর সিদ্ধান্তে বাড়ছে ক্ষোভ ৷ সেই ক্ষোভ আবার বিজেপির জনপ্রতিনিধিদের মধ্যেই ৷ আর যা নিয়ে দু’ভাগে বিভক্ত বিজেপি বিজেপির বিধায়ক এবং সাংসদরা (North Bengal BJP Leadership Divided Over Darjeeling Mail Destination Change Issue) ৷ আরও স্পষ্ট করে বললে, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ রেল বোর্ডের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ৷ তবে, জলপাইগুড়ির বিধায়ক রেলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷ আর দার্জিলিং মেলের অন্তিম স্টেশন পরিবর্তন করার সিদ্ধান্ত আসলে আরএসএসের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব ৷
প্রসঙ্গত, স্বাধীনতার 75 বছরে 15 অগস্ট থেকে দার্জিলিং মেল নিউ জলপাইগুড়ির বদলে হলদিবাড়ি থেকে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড ৷ এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই ক্ষোভপ্রকাশ করেছে শিলিগুড়ি এবং তরাই-ডুয়ার্সের লোকজন ৷ প্রতিবাদ জানানো হয়েছে রাজ্যের শাসকদলের তরফেও ৷ কিন্তু, এ বার সেই ক্ষোভ বেরিয়ে এল খোদ বিজেপির তরফ থেকে ৷ শিলিগুড়ির বিধায়ক পুরো বিষয়টিকে উত্তরবঙ্গের ভাবাবেগে আঘাত বলে উল্লেখ করেছেন ৷
এ নিয়ে শঙ্কর জানান, কেন্দ্রীয় সরকার নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের মান উন্নত করতে, একাধিক পদক্ষেপ করেছে ৷ তবে, উত্তরবঙ্গে দার্জিলিং মেলের গন্তব্য পরিবর্তন করা উচিত হয়নি ৷ শিলিগুড়ির বিধায়করে কথায়, " এর বদলে হলদিবাড়ি থেকে নতুন একটি ট্রেন চালালে ভালো হত ৷" উলটো সুর জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ের গলায় ৷ তিনি কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷ বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ ৷ আমাদের দাবি মতো দার্জিলিং মেলকে হলদিবাড়ি থেকে চালালে অনেক মানুষের সমস্যা মিটবে ৷ আর দু’টি কামরার উপর ভরসা করতে হবে না ৷’’