শিলিগুড়ি, ১২ সেপ্টেম্বর : পুলিশ ও গুন্ডা এখন শাসকদলের অঙ্গ । দু'পক্ষই তৃণমূলের দালাল । মন্তব্য BJP-র রাজ্য সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়ের ।
মুখ্যমন্ত্রী অযথা ভয় দেখাচ্ছেন, হিন্দুরা দেশেই থাকবেন : রাজু - Raju Banerjee attacks TMC in Siliguri
রাজু ব্যানার্জি বলেন, "NRC চালু হলে অনুপ্রবেশকারীদের দেশ ছাড়তে হবে । তবে হিন্দুদের নাম বাদ যাবে না । সকলকেই নাগরিকত্ব দেওয়া হবে । কারও ভয় নেই ।"
আজ NRC-এর বিরোধিতা করে কলকাতায় মহামিছিলের ডাক দিয়ে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী । ঠিক তখনই এরাজ্যে ফের একবার NRC চালুর প্রসঙ্গে সুর চড়ালেন রাজু । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী অযথা ভয় দেখাচ্ছেন । হিন্দুদের চিন্তার কিছু নেই । তাঁরা বিতারিত হবেন না । কিন্তু বিদেশিদের যেতেই হবে ।"
আজ শিলিগুড়িতে একাধিক ইশুতে আয়োজিত মহামিছিলে অংশ নিয়ে রাজু ব্যানার্জি বলেন, "NRC চালু হলে অনুপ্রবেশকারীদের দেশ ছাড়তে হবে । তবে হিন্দুদের নাম বাদ যাবে না । সকলকেই নাগরিকত্ব দেওয়া হবে । কারও ভয় নেই ।"
অন্যদিকে রাজু বলেন, "রাজ্যে ক্ষমতায় এলে বিদ্যুৎ মাশুল কমাবে BJP । গতকাল CESC-র মাশুল বৃদ্ধির প্রতিবাদে মিছিল করে যুব মোর্চা । সেখানে আমাদের মিছিলে বাধা দেয় পুলিশ । কয়েকজন কর্মী জখম হয়েছেন ।"
রাজ্যজুড়ে সন্ত্রাস হচ্ছে এই অভিযোগ তুলে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল করে জেলা যুব মোর্চা নেতৃত্ব । মিছিলে অংশ নেন রাজু ।