কোচবিহার, 16 সেপ্টেম্বর : শিলিগুড়িতে দুর্গাপুজোর (Durga Puja) দর্শনার্থীদের জন্য বাসে করে মণ্ডপে ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করছে পরিবহণ সংস্থা এনবিএসটিসি (NBSTC) । পুজো পরিক্রমার পাশাপাশি রাতে দর্শনার্থীদের খাওয়ানোর ব্যবস্থা করছে তারা । মাথাপিছু মাত্র 300 টাকায় এই প্যাকেজ রাখা হয়েছে । চতুর্থ ও পঞ্চমীতে সংস্থার বাসে করে শিলিগুড়ি (Siliguri) শহর ও শহরতলির নামী পুজোগুলির মণ্ডপে ঘোরানো হবে ।
এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, ‘‘কোভিডের কারণে গত দু’বছর ভালোভাবে পুজো হয়নি । এবার গোটা রাজ্য জুড়ে দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হয়েছে অনেক আগে থেকেই । প্রচুর মানুষের ভিড় হবে । তাই দর্শনার্থীদের সুবিধার্থে এই প্যাকেজ চালু করা হয়েছে ।’’
এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, সবুজের হাতছানি প্রকল্পে ভ্রমণ পিপাসু মানুষদের কথা মাথায় রেখে ডুয়ার্স ও পাহাড়ের বিভিন্ন রুটে ঘোরানোর ব্যবস্থা করা হয়েছে । পাশাপাশি শিলিগুড়িতে বড় বড় বাজেটের দুর্গাপুজো হয় । সেই পুজোগুলো দেখতে মানুষকে যেমন হয়রানি সহ্য করতে হয়, তেমনই খরচও বেশি লাগে । তাই মানুষ যাতে বাসে চেপে সমস্ত বড় পুজো ঘুরতে পারে, সেই ব্যবস্থাই করা হচ্ছে ৷